অর্থ মন্ত্রকের ব্যয় বিভাগ জানিয়েছে যে, কম্পিউটার অ্যাডভান্স ভাতার উদ্দেশ্যে আইপ্যাড ব্যক্তিগত কম্পিউটারের সংজ্ঞার আওতায় আসে কিনা, সে বিষয়ে অনেকে প্রশ্ন করেছেন।
1/5কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর! কম্পিউটার অ্যালাওয়েন্স ভাতা দিয়ে কিনতে পারবেন পছন্দের অ্যাপেল আইপ্যাড। ছবি : অ্যাপেল (Twitter)
2/5অর্থ মন্ত্রকের ব্যয় বিভাগ জানিয়েছে যে, কম্পিউটার অ্যাডভান্স ভাতার উদ্দেশ্যে আইপ্যাড ব্যক্তিগত কম্পিউটারের সংজ্ঞার আওতায় আসে কিনা সে বিষয়ে অনেকে প্রশ্ন করেছেন। ফাইল ছবি; পিটিআই (Twitter)
3/5তার উত্তরে জানানো হয়েছে যে, হ্যাঁ, চাইলে আইপ্যাডও কেনা যেতে পারে এই ভাতায়। ফাইল ছবি : টুইটার (Twitter)
4/5কেন্দ্রীয় সরকারি কর্মীদের পার্সোনাল কম্পিউটার অ্যাডভান্স হিসাবে ৫০ হাজার টাকা বা, কম্পিউটারের প্রকৃত মূল্য, যেটি কম হবে, সেটা দেওয়া হয়। ফাইল ছবি : টুইটার (Twitter)
5/5২০১৬ সালে কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের জন্য এই ভাতা যোগ করা হয়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Twitter)