সবকিছু ঠিকঠাক থাকলে হোলির আগেই কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা সংক্রান্ত বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
1/5আশা করা হচ্ছে যে কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ৩ শতাংশ বৃদ্ধি হতে পারে। এই বৃদ্ধির পর কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা বেড়ে দাঁড়াবে ৩৪ শতাংশে। ফাইল ছবি : পিটিআই
2/5একইসঙ্গে পেনশনভোগীদের ডিয়ারনেস রিলিফও ৩ শতাংশ হারে বেড়ে দাঁড়াতে পারে ৩৪ শতাংশে। ডিএ বৃদ্ধির পর কেন্দ্রীয় কর্মীদের বেতন বাড়বে। একই সঙ্গে ডিআরের মাধ্যমে পেনশনভোগীদের পেনশনও বাড়বে। (ছবিটি প্রতীকী)
3/5মহার্ঘ ভাতা এবং ডিয়ারনেস রিলিফ বছরে দু’বার বাড়ানো হয়। এই বৃদ্ধি অর্ধবার্ষিক ভিত্তিতে করা হয়। সরকারের এই সিদ্ধান্তের ফলে প্রায় ৪৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৫ লক্ষেরও বেশি পেনশনভোগী উপকৃত হবেন। (ছবিটি প্রতীকী)
4/5২০২০ সালে ভারতে করোনাভাইরাসের সংক্রমণের বাড়বাড়ন্তের পর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ডিআর স্থগিত রাখা হয়েছিল। তিন কিস্তির ডিএ এবং ডিআর স্থগিত ছিল। (ছবিটি প্রতীকী)
5/5অবশেষে গত বছর জুলাইয়ে ১১ শতাংশ ডিএয়ের ঘোষণা করে কেন্দ্র। তার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএ ১৭ শতাংশ থেকে বেড়ে হয়েছিল ২৮ শতাংশ। পরে আরও তিন শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করে কেন্দ্র। তার ফলে ডিএ বেড়ে হয় ৩১ শতাংশ। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স)