বাংলা নিউজ >
ছবিঘর >
২ লাখ ৭৫ হাজারি লেহেঙ্গা! নিজের নামের লেহেঙ্গা ফ্লন্ট করছেন হিনা খান
২ লাখ ৭৫ হাজারি লেহেঙ্গা! নিজের নামের লেহেঙ্গা ফ্লন্ট করছেন হিনা খান
Updated: 08 Apr 2021, 10:18 AM IST
লেখক Priyanka Bose
লেহেঙ্গার নাম নাকি হিনার নামকরণ হিসেবে করা হয়েছে!
1/9সামনেই যে বিয়ের মরশুম। তার আগেই প্রি-ওয়েডিং সারতে ব্যস্ত হবু দম্পতিরা। স্টাইল স্টেটমেন্টে কী রয়েছে লেহেঙ্গা ড্রেস কোড? তাহলে আপনি ট্রাই করতে পারেন হিনার পরনে এই কালেকশান। (ছবি ইনস্টাগ্রাম)
2/9সম্প্রতি সামাজিক মাধ্যমে ডিজাইনার নীল লেহেঙ্গা পরে পুরনো ফটোশ্যুটের ছবি পোস্ট করেন হিনা খান।
3/9নীল রঙের সিল্কের ব্রাইডাল লেহেঙ্গার সঙ্গে মানানসই নীল ওড়না নজরে এসেছিল তাঁর হাতে। পুরো লেহেঙ্গা এবং ওড়না জুড়ে রয়েছে সোনালী জরির কাজ।
4/9এদিন পোষাকের সঙ্গে সাজুয্য রেখে মুখে গোল্ডেন মেকআপ করেছিলেন তিনি। চোখে উইং আই লাইনার।
5/9ঠোঁটে পরেছেন ন্যুড রঙের লিপস্টিক। নাকে বড় নাকচাবি পরেছেন।
6/9ল্যাকমি ফ্য়াশন উইক ২০২১-এই নজর কাড়া লুকে ধরা দিয়েছিলেন অভিনেত্রী।
7/9ডিজাইনার-দ্বয় অভিষেক এবং বীনিতার তত্ত্বম (Tatwamm) ব্রান্ডের কালেশনের এই লেহেঙ্গা। এই লেহেঙ্গা সম্পর্কে বিশেষ বিষয়টি হল লেহেঙ্গার নাম অভিনেত্রীর নামকরণ হিসেবে করা হয়েছিল এবং এটি আসলে ‘দ্য হিনা খান লেহেঙ্গা’ নামে পরিচিত।
8/9‘দ্য হিনা খান লেহেঙ্গা’র বাজারি মূল্য ২ লক্ষ ৭৫ হাজার ৭৫০ টাকা।
9/9আপনার কী মতামত হিনার এই লেহেঙ্গা সম্পর্কে?
অন্য গ্যালারিগুলি
No Network
Server Issue
Internet Not Available
Wait for it…
Log in to our website to save your bookmarks. It'll just take a moment.