1/4টলিউডের অন্য়তম ব্য়স্ত অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। অঙ্কুশের সঙ্গে তাঁর আসন্ন সিনেমা ‘লাভ ম্যারেজ’। ছবির কাজ নিয়ে বেজায় ব্য়স্ত নায়িকা। এরই মাঝে রঙের উৎসব। তা নিজের মতো করে না কাটালে হয়! (ছবি ইনস্টাগ্রাম)
2/4এ বছরের দোলে অবশ্য তেমন কোনও প্ল্যান নেই অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের। তিনি জানিয়েছেন, বেশ কিছু জায়গা থেকে আমন্ত্রণ পেয়েছন। তবে যেতেও পারেন, আবার নাও যেতে পারেন। কিছুদিন ধরেই ত্বকের সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন।
3/4দোলের দিন অভিনেত্রী কোথাও যাবেন, অথচ রঙ খেলবেন না এমনটা করলে খারাপ দেখাবে। যদি সব ঠিকঠাক থাকে, তাহলে হয়ত কোথাও যাবেন বলে জানিয়েছেন সংবাদমাধ্য়মকে।
4/4এ বছরই বন্ধুদেরও সঙ্গেও নাকি আপাতত কোনও প্ল্যান নেই ঐন্দ্রিলার। অঙ্কুশ, বিক্রমও নেই। নায়িকার বন্ধুরা সকলে কাজে ব্যস্ত। দাদা-বোনেরাও কোনও না-কোনও কাজে ব্য়স্ত। তাই প্রতিবারের মতো এ বছর কোনও প্ল্যানিং রাখেননি তিনি।