HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ছবিঘর > AFG vs AUS: ম্যাক্সওয়েলের অতিমানবীয় দ্বিশতরান, আফগানদের মুখের গ্রাস কেড়ে সেমিতে অজিরা

AFG vs AUS: ম্যাক্সওয়েলের অতিমানবীয় দ্বিশতরান, আফগানদের মুখের গ্রাস কেড়ে সেমিতে অজিরা

২৯২ রান তাড়া করতে নেমে, ৯১/৭ থেকে ২৯৩/৭- এই ভাবেও ম্যাচ জেতা যায়! ইতিহাস লিখে ফেললেন গ্লেন ম্যাক্সওয়েল। ১৯ বল বাকি থাকতে ৩ উইকেটে ম্যাচ জিতে সেমিতে পৌঁছে গেল অস্ট্রেলিয়া। জেতা ম্যাচ হেরে চোখের জলে মাঠ ছাড়ল আফগানিস্তান। 

1/10 একেই বলে রাখে হরি, মারে কে! ৯১ রানে সাত উইকেট পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার। আফগানিস্তান কার্যত ম্যাচ পকেটে পুড়ে ফেলেছিল। সেখান থেকে ম্যাচের রং-ই বদলে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল। তাঁকে যোগ্য সঙ্গত করলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। অষ্টম উইকেটে দুই তারকা ২০২ রানের পার্টনারশিপ করে যেমন নজির গড়লেন, তেমনই দলকে জিতিয়ে পৌঁছে দিলেন সেমিফাইনালে। আফগানিস্তানের মুখের থেকে কার্যত গ্রাস ছিনিয়ে নিলেন ম্যাক্সি। শুধু দ্বিশতরান করলেন তা তো নয়, বরং দায়িত্ব নিয়ে আফগানিস্তানকে হারিয়ে মাঠ ছাড়লেন তিনি। লিখলেন রুপকথার এক গল্প। ইব্রাহিম জাদরানের ইতিহাসকে ব্যর্থ করে, তান্ডব চালালেন ম্যাক্সি। আর তাতে চোখের জলে মাঠ ছাড়তে হল আফগানিস্তানকে। 
2/10 এদিন রেকর্ডবুকে নাম তুলে ফেলেছিলেন ইব্রাহিম জাদরান। বিশ্বকাপে সর্বোচ্চ রান করে ফেলেছিল আফগানিস্তানও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫০ ওভারের শেষে ৫ উইকেটের বিনিময়ে ২৯১ রান করে আফগানিস্তান। দেশের প্রথম ক্রিকেটার হিসাবে বিশ্বকাপে শতরান করলেন জাদরান। ইনিংস শেষে ১৪৩ বলে ১২৯ রানে অপরাজিত থাকলেন। তাঁর ইনিংসটি সাজানো ৩টি ছয় এবং ৮টি চারে। ১৩১ বলে একশোয় পৌঁছন আফগান ওপেনার। ইনিংসে ছিল ৭টি চার। তাঁর হাত ধরেই আফগানিস্তান ২৯১ রানের বড় স্কোর করে। কিন্তু শেষ রক্ষা করতে পারল না আফগানিস্তান। ব্যর্থ হল জাদরানের লড়াই।
3/10 টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দলের ৩১ রানের মাথায় রহমানউল্লাহ গুরবাজের (২৫ বলে ২১ রান) উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল আফগানিস্তান। কিন্তু আরও এক ওপেনার ইব্রাহিম জাদরান শক্ত হাতে দলের হাল ধরে থাকেন। সোমবার আফগানিস্তান অনুশীলনে সচিন তেন্ডুলকর হাজির হয়েছিলেন। তিনি টিপসও দেন আফগান প্লেয়ারদের। আর তাতেই বোধহয় দ্বিগুণ উদ্বুদ্ধ হয়ে গিয়েছিলেন জাদরান। এদিন অজিদের বিরুদ্ধে পরিণত ইনিংস খেলেন তিনি। অন্য প্রান্তে উইকেট পড়তে থাকলেও, একটা দিক দাঁতে দাঁত চেপে ধরে রেখেছিলেন জাদরান। কার্যত একা কুম্ভ রক্ষা করে গিয়েছেন আফগান ওপেনার। সেঞ্চুরি হাঁকিয়ে দলকে পৌঁছে দিয়েছেন লড়াই করার মতো জায়গায়।
4/10 এর আগে আফগানিস্তানের কোনও ক্রিকেটারের বিশ্বকাপে সেঞ্চুরির নজির নেই। সেদিক থেকে ইতিহাস লিখে ফেললেন ইব্রাহিম জাদরান। ওয়াংখেড়ের উইকেট ব্যাটিং সহায়ক। তাই টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। শুরুটা ভালোই করেছিল আফগানরা। ৩৮ রানে প্রথম উইকেট পড়ে। দ্বিতীয় উইকেটে ৮৩ রান যোগ করেন জাদরান এবং রহমত শাহ। তবে রহমত শাহ ৩০ (৪৪ বল) করে আউট হন। হাসমাতউল্লাহ শাহিদি শুরুটা ভাল করলেও, বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে পারেননি। ২৬ রান করে আউট হন আফগান অধিনায়ক।
5/10 আজমতউল্লাহ ওমরজাই (২২), মহম্মদ নবি (১২)- কেউই বড় রান যোগ করতে পারেননি।  একাই দলকে টেনে নিয়ে যান জাদরান। অনবদ্য ইনিংস খেলেন। ক্যারিয়ারের সেরা। তবে শেষদিকে তাঁকে যোগ্য সঙ্গত করেন রশিদ খান। ষষ্ঠ উইকেটে দ্রুত ৫৮ রান যোগ করে এই জুটি। ৩টি ছয়, ২টি চারের সাহায্যে ১৮ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন রশিদ। 
6/10 নির্দিষ্ট ৫০ ওভারে আফগানিস্তান ৫ উইকেট হারিয়ে ২৯১ রান করে। অস্ট্রেলিয়ার হয়ে জোশ হেজেলউড ২টি উইকেট নিয়েছেন। মিচেল স্টার্ক, গ্লেন ম্যাক্সওয়েল এবং অ্যাডাম জাম্পা একটি করে উইকেট নিয়েছেন।
7/10 রান তাড়া করতে নেমে শুরুতেই নবীন উল হক এবং ওমরজাইয়ের দাপটেই অজিদের টপ অর্ডার চাপে পড়ে যায়। ৪৯ রানের মধ্যে চার উইকেট তারা হারিয়ে বসে ছিল। আর ১০০ রানের আগে পড়ে যায় ৭ উইকেট। অজি ব্যাটারদের একেবারে কাঁদিয়ে ছাড়েন আফগান বোলাররা।
8/10 অস্ট্রেলিয়ার টপ অর্ডারের প্রথম পাঁচ ব্যাটারের সংগ্রহ যথাক্রমে- ডেভিড ওয়ার্নার ১৮, ট্রেভিস হেড ০, মিচেল মার্শ ২৪, মার্নাস ল্যাবুশেন ১৪, জোশ ইংলিশ ০। ছয়ে নেমে গ্লেন ম্যাক্সওয়েল একাই লড়াই চালিয়ে গেলেন। তাঁকে সঙ্গত করে গেলেন প্যাট কামিন্স। হয়তো রান বেশি করেননি কামিন্স। কিন্তু তিনি উইকেট আঁকড়ে লড়াই করে গিয়েছেন সমান তালে। এদিকে ম্যাক্সির ঝোড়ো দ্বিশতরানে ভর করেই অজিরা জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল। নিরাশ করেননি ম্যাক্সওয়েল। বাকিরা তো এসেছেন ক্রিজে, আর সাজঘরে ফিরে গিয়েছেন। কিন্তু ম্যাক্সি আর প্যাট কামিন্স জুটির লড়াইটা কোনও মহাযুদ্ধ জয়ের চেয়ে কম নয়।
9/10 ম্যাক্সওয়েল এদিন ব্যাট হাতে দুরন্ত একটি নক খেলেন। এক কথায় ঐতিহাসিক একটি ইনিংস। ৪৯ রানে চার উইকেট হারানোর পর ক্রিজে নেমেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। তার পরেও ১০০ রানের মধ্যে আরও তিন উইকেট পড়ে যায়। কিন্তু নিজের লক্ষ্য থেকে সরেননি ম্য়াক্সি। বরং তাঁর আগ্রাসী মনোভাব বজায় রেখে আফগান বোলারদের চাপে ফেলে দেন ম্যাক্সওয়েল। ৭৬ বলে তিনি এদিন সেঞ্চুরি পূরণ করেন। তাঁর ইনিংস সাজানো ছিল ১০টি চার, তিনটি ছয়ে। শেষ পর্যন্ত ম্যাক্সওয়েল অপরাজিত থাকলেন দ্বিশতরান করে। ১২৮ বলে অপরাজিত ২০১ রানের ঝোড়ো একটি ইনিংস খেলে অজিদের জিতিয়ে মাঠে ছাড়েন ম্যাক্সওয়েল। অথচ শতরানের আগে থেকেই পায়ের পেশিতে টান ধরা শুরু হয়েছিল ম্যাক্সির। যত ইনিংস গড়াল সেই ব্যথা বাড়ল। কয়েক ওভার অন্তর মাঠের ধার থেকে ছুটে আসছিলেন অস্ট্রেলিয়ার সাপোর্ট স্টাফেরা। প্রথমে ম্যাসাজ, তার পরে ব্যথা কমানোর ওষুধ- কিছুই বাদ ছিল না। কিন্তু ম্যাক্সওয়েল ব্যথা নিয়ে লক্ষ্য থেকে সরেননি। অসম্ভব মানসিক জেদ না থাকলে এই ইনিংস খেলা সম্ভব নয়। ম্যাক্সওয়েলের এই ইনিংসকে তাই অতিমানবীয় বললেও কম বলা হয়।
10/10 ম্যাক্সওয়েল এবং কামিন্সের ২০২ রানের নজির গড়া পার্টনারশিপে হয়তো ১২ রানই (৬৮ বল) যোগ করেছেন অজি অধিনায়ক। কিন্তু উইকেটে টিকে থাকাটাও যে খুব গুরুত্বপূর্ণ ছিল সেই সময়ে। একটি উইকেট তখন হারানো মানেই ফের পাশা বদলে যেতে পারত। আফগানিস্তানের নবীন উল হক, ওমরজাই, রশিদ খানরা ২টি করে উইকেট নিয়েও, শেষ রক্ষা আর করতে পারেননি। ম্যাক্সওয়েল সুনামীতে আফগানিস্তানেক সব প্রতিরোধই ভেসে গেল। ৪৬.৫ ওভারে ৭ উইকেটে ২৯৩ রান করে ম্যাচ জিতে যায় অস্ট্রেলিয়া।

Latest News

৪৭.৪ ডিগ্রি ছাড়াল তাপমাত্রার পারদ, দেশের কোথায় এত গরম? জারি হল লাল সতর্কতা আসছে পরশুরাম দ্বাদশী! করুন এই কাজ, দরজা খুলবে আয়ের নতুন উৎসের 'পুরো ঝিকিমিকি টুম্পা', কানে ঐশ্বর্যর লুক নিয়ে কটাক্ষ, মেকআপ ছাড়া সামনে আরাধ্যা রাজ্যপালকাণ্ডে নয়া মোড়, রাজভবনের তিন কর্মীর বিরুদ্ধে FIR করল পুলিশ তাপপ্রবাহের সতর্কতা জারি IMDর, তীব্র গরম কোথায় কোথায়? বৃষ্টি নিয়েও রয়েছে খবর IPL-এর এক মরশুমে সব থেকে বেশি ২০০+ ইনিংস, ভেঙে গেল আগের সব রেকর্ড 3 ওভার শেষে England Women-র স্কোর 18/1 দেবের বিরুদ্ধে কে লড়ছে? হিরণের নাম শুনেই কী বললেন মমতা 'স্কেচ করতে ভালোবাসি', CBSE দ্বাদশে ৯৭.৪% পাওয়া প্রতনু পড়তে চান কলকাতায়, কোথায়? ৪০-এ এসে অন্তঃসত্ত্বা ক্যাটরিনা? বরের জন্মদিনে জল্পনা উস্কে দিলেন ভিকি ঘরণী

Latest IPL News

IPL-অনেক সমালোচনা হয়েছে, কিন্তু অনবদ্য অধিনায়কত্ব করছে, শ্রেয়সের প্রশংসায় এবি স্পঞ্জের মতো জল শুঁষে নিচ্ছে আউটফিল্ড, RCB v CSK ম্যাচে বৃষ্টি নিয়ে চিন্তা নেই! টি২০ বিশ্বকাপের পরই অবসর নয়, আরও কয়েক বছর ক্রিকেট খেলতে চান, জানিয়ে দিলেন রোহিত IPL 2024-এর ভিত্তিতেই কি T20 WC 2024-র দল নির্বাচন করা হয়েছে? কী বললেন BCCI সচিব গভীর অন্ধকারের মধ্যে.....টানা হারের যন্ত্রণার কথা জানালেন RCB-র বিরাট কোহলি IPL 2024-ধোনির এটাই শেষ মরশুম নয়, আরসিবি ম্যাচের আগে বড় বার্তা প্রাক্তন সতীর্থর ‘ভামিকা ভালোই ব্যাট চালাচ্ছে, তবে ক্রিকেটে আসবে কিনা’!মেয়েকে নিয়ে বিরাটের বার্তা IPL 2024-বন্ধু অভিষেকের পরিবারের সঙ্গে দেখা করে মন জিতলেন শুভমন গিল…দেখুন ভিডিয়ো 'তোমার বন্ধু সুনীল তো অনেক ভালো-ভালো কথা বলেছে', RCB-র গুগলিতে ভ্যাবাচাকা বিরাট বাউন্ডারি বড় করা হোক,নাহলে ভবিষ্যৎ-এ কেউ বোলার হতে চাইবে না,বড় বার্তা কুম্বলের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ