Vistara Fined by DGCA: গত বছরের অক্টোবরে এই জরিমান... more
Vistara Fined by DGCA: গত বছরের অক্টোবরে এই জরিমানা করা হয়। এয়ার ভিস্তারা ইতিমধ্যেই সেই জরিমানা প্রদান করেছে বলে জানিয়েছে DGCA । সময়টা ভালো যাচ্ছে না ভিস্তারার। গত জানুয়ারি মাসেই যান্ত্রিক ত্রুটির কারণে দিল্লি-ভুবনেশ্বরের একটি উড়ানে সমস্যা দেখা দেয়।
1/5দেশের উত্তর-পূর্বের আকাশে যাত্রীবাহী উড়ান পরিষেবা উড়ান বাড়াতে চাইছে কেন্দ্র। আর সেই বিষয়ে যথেষ্ট কড়া DGCA। দেশের এই অংশে ন্যূনতম সংখ্যক উড়ান সম্পন্ন করেনি এয়ার ভিস্তারা। আর তার জন্য টাটা অধীনস্থ সংস্থাকে ৭০ লক্ষ টাকা জরিমানা করেছে উড়ান নিয়ন্ত্রক। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (Reuters)
2/5তবে অতি সম্প্রতি নয়। গত বছরের অক্টোবরে এই জরিমানা করা হয়। এয়ার ভিস্তারা ইতিমধ্যেই সেই জরিমানা প্রদান করেছে বলে জানিয়েছে DGCA । ফাইল ছবি: রয়টার্স (Reuters)
3/5সময়টা ভালো যাচ্ছে না ভিস্তারার। গত জানুয়ারি মাসেই যান্ত্রিক ত্রুটির কারণে দিল্লি-ভুবনেশ্বরের একটি উড়ানে সমস্যা দেখা দেয়। আপদকালীন ভিত্তিতে বিমানটি ঘুরিয়ে দিল্লিতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানেই বিমানটি নিরাপদেই অবতরণ করে। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
4/5এই ঘটনার পর, এয়ার ভিস্তারা একটি অফিসিয়াল বিবৃতি জারি করে। তাতে জানানো হয়, প্রযুক্তিগত ত্রুটির কারণেই এমনটা করতে বাধ্য হয় তারা। বিবৃতিতে বলা হয়ে, বিমানচালকরা সতর্কতামূলক পদক্ষেপ হিসাবেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (Reuters)
5/5তবে বিমান ফিরে গেলেও যাত্রীদের জন্য অবিলম্বে একটি অন্য বিমানের ব্যবস্থা করা হয়। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে ডিজিসিএ। গত কয়েক মাসজুড়ে দেশের বিমান পরিবহণে যেন 'শনির দশা' চলছে। গত ৩ জানুয়ারি প্রযুক্তিগত ত্রুটির কারণে থাইল্যান্ডের ফুকেতগামী ইন্ডিগোর একটি উড়ানে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। সেটি তারপর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে। (প্রতীকী ছবি: রয়টার্স) (Reuters)