সকলকে চমকে দিয়ে নীতীশের রাজনৈতিক পালাবদলের বিভিন্ন... more
সকলকে চমকে দিয়ে নীতীশের রাজনৈতিক পালাবদলের বিভিন্ন ঘটনার বড়সড় সূত্রপাত ২০১২ সাল থেকে। সেই বছর এনডিএ জোটে থাকা সত্ত্বেও রাষ্ট্রপতি নির্বাচনে নীতীশের জেডিইউয়ের ভোট গিয়েছিল ইউপিএ প্রার্থঈ প্রণব মুখোপাধ্যায়ের দিকে।
1/7তাঁর আবাসনে জেডিইউ বিধায়কদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকের পর সদ্য নীতীশ কুমার সময় চেয়ে নিয়েছেন বিহারের রাজ্যপালের সঙ্গে দেখা করার। উল্লেখ্য়, বিহারের রাজনীতিতে সাড়া ফেলে দিয়েছে জেডিইউ ও বিজেপির সংঘাতের খবর। (ANI FILE)
2/7আপাতত যা জল্পনা, তাতে বিহারের জেডিইউ-বিজেপি সরকার এবার পড়ে যাওয়ার অপেক্ষায়। ইতিমধ্যেই শোনা যাচ্ছে, বিহারে পুরনো ফর্মুলায় জেডিইউ ফের একবার জোট বাধতে চলেছে লালুপ্রসাদ যাদবের আরজেডির সঙ্গে। আর এই প্রেক্ষাপটে দেখে নেওয়া যাক নীতীশ কুমারের রাজনৈতিক জীবনের কিছু পালাবদলের ইতিহাস। (HT File Photo)
3/7সকলকে চমকে দিয়ে নীতীশের রাজনৈতিক পালাবদলের বিভিন্ন ঘটনার বড়সড় সূত্রপাত ২০১২ সাল থেকে। সেই বছর এনডিএ জোটে থাকা সত্ত্বেও রাষ্ট্রপতি নির্বাচনে নীতীশের জেডিইউয়ের ভোট গিয়েছিল ইউপিএ প্রার্থী প্রণব মুখোপাধ্যায়ের দিকে।
4/7নীতীশ কুমারের জেডিইউ এরপর ১৭ বছর ধরে বিজেপির সঙঅগে থাকা গাঁটছড়া ছিন্ন করে বেরিয়ে আসে এনডিএ জোট থেকে। বিহারে সরকার গঠন হয় আরজেডির সঙ্গে। এরপর ২০১৪ সালের মে মাসে লোকসভা ভোটে ৪০ এ ২ টি আসন জিতে জিতেন রাম মাঝিকে এগিয়ে দিয়ে দলের বিপর্যয়ের দায় নিয়ে দায়িত্ব থএকে সরে আসেন নীতীশ। এরপর ২০১৫ আরজেডি ও কংগ্রেসের সঙ্গে জেডিইউয়ের সমঝোতা। গড়ে ওঠে মহাজোট। (HT PHOTO)
5/7 এরপর ২০১৭ সালে রাষ্ট্রপতি নির্বাচনে ইউপিএর মীরা কুমারের বিরুদ্ধে ভোট দেয় জেডিইউ। আর তখনই এনডিএর প্রার্থীর সমর্থনে এগিয়ে আসে নীতীশ ব্রিগেড। একই বছরের জুলাই মাসে ইউপিএ ছেড়ে বেরিয়ে এনডিএর সঙ্গে হাত মেলায় নীতীশ ক্যাম্প। (Photo by Santosh Kumar /Hindustan Times
6/7এরপর ২০২২ সাল। এপ্রিলে আরজেডির রাবড়ি দেবীর বাড়িতে ইফতার পার্টিতে যান নীতীশ কুমার। তখন থেকেই গুঞ্জন ছিল যে সম্ভবত চাল ঘুরে যেতে পারে জেডিইউএর। বিজেপির সঙ্গে শরিক থাকা অবস্থাতেও নীতীশের এই গতিবিধি অনেককেই অবাক করেছিল। (Photo by Santosh Kumar/Hindustan Times)
7/7এরপর ২০২২ সালের অগাস্ট মাস। যাবতীয় জল্পনাকে সত্যি করে নীতীশ কুমার বিজেপির সঙ্গ ছেড়ে দেওয়ার পথে এগিয়ে যান। ফলে ফের একবার চেনা পন্থায় নীতীশ ও তেজস্বী একযোগে জেডিইউ ও আরজেডি জোট গঠনের পথে এগিয়ে যাচ্ছে।