Amit Shah on OPS: পুরনো পেনশন স্কিম নামক বাউন্সারের সামনে ব্যাকফুটে শাহ, DRS নিয়ে বাঁচার চেষ্টা
Updated: 24 Nov 2023, 10:23 AM ISTপুরনো পেনশন স্কিমের ইস্যুতে এর আগে হিমাচলপ্রদেশের নির্বাচনে হারতে হয়েছে বিজেপিকে। এরই মাঝে রাজস্থান সহ বিভিন্ন অ-বিজেপি শাসিত রাজ্যে পুনরায় চালু হয়েছে ওপিএস। এই আবহে ওপিএস ইস্যুতে রাজস্থান নির্বাচনের আগে চাপে আছে গেরুয়া শিবির। এই নিয়েই গতকাল প্রশ্নের মুখে পড়তে হয় অমিত শাহকে।
পরবর্তী ফটো গ্যালারি