Lucky Zodiacs Graha Gochar 2023: জ্যোতিষশাস্ত্রে গ্রহের গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে পরপর দু'দিনে দুটি গ্রহের রাশি পরিবর্তন হয়েছে। ওই দুই গ্রহের রাশি পরিবর্তনের ফলে কয়েকটি রাশির জাতকদের ভাগ্যোদয় হবে। কারা লাভবান হবেন, তা দেখে নিন-
1/6পরপর দু'দিন দুই গুরুত্বপূর্ণ গ্রহ রাশি পরিবর্তন করেছেন। রবিবার (১২ মার্চ) শুক্রের রাশি পরিবর্তন হয়েছে। আজ মঙ্গলের গোচর হয়েছে। ওই দুই গ্রহের গোচরের ফলে কয়েকটি রাশির জাতকদের ভাগ্যোদয় হবে। জীবনের বিভিন্ন ক্ষেত্রে তাঁরা সাফল্য লাভ করবেন।
2/6মেষ রাশি- শুক্র এবং মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভ করবেন। ইন্টারভিউয়ে ভালো ফল মিলবে। দাম্পত্য জীবন সুখকর হয়ে উঠবে। লেখালেখির কাজে ভালো ফল মিলবে। আয় বৃদ্ধি পাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
3/6বৃষ রাশি- মঙ্গল এবং শুক্রের গোচরের ফলে চাকরিতে পরিবর্তনের সম্ভাবনা আছে। আরও ভালো জায়গায় চাকরি পেতে পারেন। যাঁরা পুরনো জায়গায় থাকবেন, তাঁদের পদোন্নতির সুযোগ আছে। আয় বৃদ্ধি পাবে। পারিবারিক জীবন সুখকর হবে।
4/6মিথুন রাশি- জ্যোতিষশাস্ত্রের দুই গুরুত্বপূর্ণ গ্রহের (মঙ্গল এবং শুক্র) রাশি পরিবর্তনের ফলে চাকরিতে উন্নতির যোগ তৈরি হবে। শিক্ষা সংক্রান্ত কাজে সুখকর ফলাফল মিলবে। পড়াশোনায় আগ্রহ বাড়বে মিথুন রাশির জাতকদের। মা এবং বাবার সহযোগিতা মিলবে। বাড়িতে কোনও ধর্মীয় অনুষ্ঠান হতে পারে।
5/6বৃশ্চিক রাশি- শুক্র এবং মঙ্গলের গোচরের ফলে বৃশ্চিক রাশির জাতকদের মন প্রসন্ন থাকবে। চাকরিতে সবকিছু ভালোভাবে এগিয়ে যাবে। আধিকারিকদের সহযোগিতা পাবেন। জীবনে উন্নতির পথ প্রশস্ত হবে। আয় বাড়বে। সঞ্চিত অর্থের পরিমাণ বাড়বে। বন্ধুদের সহযোগিতা পাবেন। শিক্ষা সংক্রান্ত কাজে সুখবর পাবেন বৃশ্চিক রাশির জাতকরা।
6/6ধনু রাশি- চাকরিতে উন্নতি হতে চলেছে। শুক্র এবং মঙ্গলের গোচরের ফলে বেতন বৃদ্ধি পাবে। পদোন্নতির সম্ভাবনাও আছে। আয় বৃদ্ধি পাবে ধনু রাশির জাতকদের। ধর্মীয় কোনও অনুষ্ঠানের পরিকল্পনা করতে পারেন। শীঘ্রই বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান হতে পারে।