Unlucky Zodiacs till 21st August: অগস্টের পয়লা দিনেই রাশি পরিবর্তন করেছেন বুধ। কর্কট রাশি থেকে বেরিয়ে সিংহ রাশিতে প্রবেশ করেছেন। আগামী ২১ অগস্ট ফের রাশি পরিবর্তন হতে চলেছে বুধের। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বুধের গোচরে বিভিন্ন রাশির জাতকদের উপরে যেমন ইতিবাচক প্রভাব পড়েছে, তেমন কয়েকটি রাশির জাতকদের উপর নেতিবাচক প্রভাবও পড়েছে। বুধ যতদিন সিংহ রাশিতে আছেন, ততদিন কোন কোন রাশির জাতকদের সতর্ক থাকতে হবে, তা দেখে নিন -
1/6উলটো-পালটা খরচ হবে - ২১ অগস্ট পর্যন্ত আর্থিক লোকসান হবে এই রাশির জাতকদের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
2/6কর্কট রাশি- কর্কট রাশির দ্বিতীয় স্থানে গোচর করেছে বুধ। গ্রহের রাজকুমারের প্রভাবে আর্থিক দিক থেকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর দিতে হবে কর্কট রাশির জাতকদের। তারইমধ্যে অবশ্য চাকরিতে উন্নতি হবে। পারিবারিক জীবনে বড় কোনও ঝামেলার আশঙ্কা নেই। পারিবারিক জীবন মোটের উপর সুখে কাটবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
3/6কন্যা রাশি- যতদিন সিংহ রাশিতে থাকবেন বুধ, ততদিন কন্যা রাশির জাতকদের আর্থিক সমস্যার মুখে পড়তে হবে। কন্যা রাশির ১২ তম স্থানে বুধের গোচর হয়েছে। তার ফলে আপনার খরচ বাড়বে। বিশেষত উলটো-পালটা খরচ বৃদ্ধি পাবে। তার জেরে চিন্তিত থাকবেন।
4/6মকর রাশি- বুধের গোচরের ফলে চ্যালেঞ্জের সম্মুখীন হবেন মকর রাশির জাতকরা। মকর রাশির অষ্টম স্থানে বুধের গোচর হয়েছে। এই সময় বিনিয়োগ এড়িয়ে চলা ভালো। কর্মক্ষেত্রে সতর্কতা বজায় রাখতে হবে। পারিবারিক জীবনে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে। পারিবারিক জীবন কষ্টকর হতে পারে। স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে।
5/6কুম্ভ রাশি- কুম্ভ রাশির সপ্তম স্থানে গোচর হয়েছে বুধের। গ্রহের রাজকুমারের গোচরের ফলে আপনার বিবাহিত জীবন এবং ব্যবসায় প্রভাব পড়বে। স্বামী বা স্ত্রী'র সঙ্গে ঝামেলা হতে পারে। মনমালিন্যের আশঙ্কা আছে। তবে চাকরিতে সাফল্য মিলবে।
6/6মীন রাশি- মীন রাশির জাতকদের ষষ্ঠ স্থানে বুধের গোচর হয়েছে। এই সময় কর্মক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে। অকারণে কোনও খরচ করবেন না। তাতে নিয়ন্ত্রণ টানতে হবে। বড় কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বড়দের পরামর্শ নিতে হবে। আর্থিক দিক থেকে লোকসান হতে পারে।