Unlucky Zodiacs till 21st August: উলটো-পালটা খরচ হবে - ২১ অগস্ট পর্যন্ত আর্থিক লোকসান হবে এই রাশির জাতকদের
Updated: 05 Aug 2022, 07:26 AM ISTUnlucky Zodiacs till 21st August: অগস্টের পয়লা দিনেই রাশি পরিবর্তন করেছেন বুধ। কর্কট রাশি থেকে বেরিয়ে সিংহ রাশিতে প্রবেশ করেছেন। আগামী ২১ অগস্ট ফের রাশি পরিবর্তন হতে চলেছে বুধের। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বুধের গোচরে বিভিন্ন রাশির জাতকদের উপরে যেমন ইতিবাচক প্রভাব পড়েছে, তেমন কয়েকটি রাশির জাতকদের উপর নেতিবাচক প্রভাবও পড়েছে। বুধ যতদিন সিংহ রাশিতে আছেন, ততদিন কোন কোন রাশির জাতকদের সতর্ক থাকতে হবে, তা দেখে নিন -
পরবর্তী ফটো গ্যালারি