AUS vs AFG: ২০২ রানের বিশ্বরেকর্ড জুটি ম্যাক্সি-কামিন্সের, নয়া নজিরের সুনামি অজি তারকার
Updated: 07 Nov 2023, 11:18 PM IST৪৯ রানে চার উইকেট হারানোর পর ক্রিজে নেমেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। তার পরেও ১০০ রানের মধ্যে আরও তিন উইকেট পড়েছে। কিন্তু নিজের লক্ষ্য থেকে সরেননি ম্য়াক্সি। আগ্রাসী মনোভাব বজায় রেখে আফগান বোলারদের ছাতু করেছেন। লিখে ফেলেছেন ইতিহাস। তাঁকে সঙ্গত করে প্যাট কামিন্সও হয়েছেন সেই ইতিহাসের শরিক।
পরবর্তী ফটো গ্যালারি