Sugar for Skin: চিনি দিয়ে ত্বকের বহু সমস্যার সমাধান করা যায়। জেনে নিন, কীভাবে চিনি দিয়ে ঘরোয়া উপায়ে ত্বক উজ্জ্বল করবেন।
1/7যাঁদের ডায়াবিটিসের সমস্যা থাকে, তাঁরা চিনি থেকে শত হাত দূরে থাকেন। চিনি স্বাস্থ্যের জন্যও বিশেষ ভালো নয়। এমন কথাই বলেন বিশেষজ্ঞরা। কিন্তু এই চিনি ত্বকের জন্য হয়ে উঠতে পারে দারুণ কাজের।
2/7নির্দিষ্ট কয়েকটি পদ্ধতি মেনে চিনির ব্যবহার করলে, তা দিয়ে ত্বক উজ্জ্বল করা যায়, ত্বকের শুকনো কোষ দূর করা যায় এবং দূরে রাখা যায় ত্বকের একাধিক সমস্যা। জেনে নিন, কীভাবে ত্বকের যত্নে চিনি ব্যবহার করবেন।
3/7অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে: অনেকেরই কনুই বা হাঁটুতে কালচে ছোপ হয়ে যায়। এই দাগ দূর করতে চিনির জুড়ি নেই। এক চামচ চিনি এক চামচ অলিভ অয়েল বা বাদাম তেলের সঙ্গে মিশিয়ে এই জায়গাগুলিতে লাগাতে ত্বকের দাগ দূর হয়।
4/7দইয়ের সঙ্গে মিশিয়ে: ত্বকের মৃত কোষ সেখান থেকে দূর করা খুবই দরকারি। তাতে ত্বক উজ্জ্বল হয়, নানা ধরনের সংক্রমণ দূরে থাকে। দইয়ের সঙ্গে এক চামচ চিনি মিশিয়ে মুখে মাখলে এই কাজটি সহজে হয়।
5/7লেবুর রসের সঙ্গে মিশিয়ে: রোদে ঘুরে ত্বক পুড়ে গিয়েছে? এই সমস্যা দূর করতে লেবুর রসের সঙ্গে এক চামচ চিনি মিশিয়ে নিন। তার পরে সেটি ত্বকে লাগান। মিনিট ১০ রেখে ধুয়ে ফেলুন। কালচে দাগ চলে যাবে।
6/7কফিসর সঙ্গে মিশিয়ে: নাকে কালো রোঁয়া বা ব্ল্যাকহেডস জমেছে? এটি তাড়াতেও চিনির জুড়ি নেই। এক চামচ চিনির সঙ্গে কফির গুঁড়ো মিশিয়ে নিন। তার পরে সেটি নাকের উপরে লাগান। তাতে এই সমস্যা কমবে।
7/7বিটের সঙ্গে মিশিয়ে: বিটে চিনি মাখিয়ে ঠোঁটে সাগাতে পারেন। এতে শীতে ঠোঁট ফাটা কমবে। তাছাড়া ঠোঁট গোলাপি এবং উজ্জ্বল হবে। এই প্রক্রিয়াটি শীতকালের জন্য খুব উপযোগী।