বাংলা নিউজ > ছবিঘর > Bengal in Export Preparedness Index: 'রফতানি প্রস্তুতি সূচক'-এ প্রথমবার পা পিছলে গেল গুজরাটের, বাংলা কত নম্বরে?

Bengal in Export Preparedness Index: 'রফতানি প্রস্তুতি সূচক'-এ প্রথমবার পা পিছলে গেল গুজরাটের, বাংলা কত নম্বরে?

দেশের রফতানি প্রস্তুতি সূচক প্রকাশ করল নীতি আয়োগ। তালিকার শীর্ষা জায়গা করে নিল তামিলনাড়ু। মহারাষ্ট্র, গুজরাটের মতো রাজ্য পিছনে পড়ে গিয়েছে এই দক্ষিণী রাজ্যের। উল্লেখ্য, রফতানির সম্ভাবনা এবং কর্মক্ষমতা পরিপ্রেক্ষিতে রাজ্যের প্রস্তুতির ভিত্তিতে এই সূচক তৈরি হয়েছে।