2/5আগামী ১ নভেম্বর থেকে পুনরায় ওলার ইলেকট্রিক স্কুটারের বুকিং শুরু হবে। তার আগে ওলার প্রথম হাইপারচার্জিং স্টেশন লঞ্চ করলেন সংস্থার সিইও ভাবিশ আগরওয়াল। ছবি : ওলা (Ola)
3/5টুইটারে ওলা ইলেকট্রিকের প্রথম হাইপারচার্জারে একটি Ola S1 ইলেকট্রিক স্কুটার চার্জ দেওয়ার ছবি শেয়ার করেছেন ভাবিশ আগরওয়াল। (ফাইল ছবি, ওলা ইলেকট্রিক) (Ola Electric)
4/5ওলার দাবি, চার্জিং পয়েন্টে ১৮ মিনিটের চার্জ দিলেই ৭৫ কিলোমিটারের রেঞ্জ পাবে ওলার ই-স্কুটার। ছবি : ওলা ইলেকট্রিক (Ola Electric)
5/5আগামী ১০ নভেম্বর থেকে Ola S1 এবং Ola S1 Pro-এর টেস্ট রাইডের সুবিধা মিলবে বলে জানিয়েছে সংস্থা। ছবি : ওলা (Ola)