1/5বক্স অফিসে ধামাল করেছে ‘ভুল ভুলাইয়া ২’। ছবির সাফল্যে খুশি হয়ে কার্তিক আরিয়ানকে McLaren GT উপহার দিলেন টি-সিরিজের চেয়ার পার্সন ভূষণ কুমার। ২০২২ সালের সবচেয়ে হিট ছবি এই সিনেমা। ইতিমধ্যেই ১৮০ কোটির ব্যবসা পরে ফেলেছে এই সিনেমা।
2/5কমলা রঙের McLaren উপহার হিসেবে পেয়েছেন কার্তিক। এই গাড়ি এখনও পর্যন্ত ভারতে আর কারও কাছে নেই। বর্তমানে গাড়ির বেস প্রাইজ ৩.৭৩ কোটি।
3/5ভালো করে দেখে নিন ঝাঁ চকচকে এই স্পোর্টস গাড়িখানা।
4/5কার্তিক আর ভূষণ কুমারের ছবিগুলি এখন টক অফ দ্য টাউন। এরকম উপহার পাওয়া পরিচালকের কাছ থেকে সত্যি ভাগ্যের ব্যাপার। ২০২২ সালটা কার্তিকের জন্য তাহলে মন্দ না!
5/5১৯ জুন থেকে নেটফ্লিক্সে দেখানো স্ট্রিমিং শুরু হয়েছে ‘ভুল ভুলাইয়া ২’-র। প্রায় ১৯০টি দেশের মানুষ দেখতে পারবেন ছবিখানা। ইতিমধ্যেই এই ওটিটি প্ল্যাটফর্মের টপ ৫ জায়গা নিয়ে নিয়েছে কার্তিক-কিয়ারার সিনেমা। ৪.১২ মিলিয়ান ওয়াচ আওয়ার পেয়েছে ছবিখানা মাত্র ৫ দিনে।