বিয়ের পর্ব সারল বনি-কৌশানি জুটির এক প্রিয় বান্ধবী। আর বন্ধুর বিয়ের সব অনুষ্ঠানে সামিল হলেন এই জুটি। সঙ্গীত, মেহেন্দি থেকে গায়ে হলুদ পেরিয়ে বিয়ের মূল অনুষ্ঠান-সর্বত্রই নজর কাড়ল এই জুটির রসায়ন।
1/9বিয়ের মরসুম চলছে। আর এই সিজনে বিয়ের পিঁড়িতে বসলেন বনি-কৌশানির দুই বন্ধু। আর তাঁদের বিয়ের সব অনুষ্ঠানে সামিল হলেন এই জুটি (সৌজন্যে-ইন্সটাগ্রাম)
2/9ব্যস্ত শেডিউলের ফাঁকেও নিজের প্রিয়জনদের জন্য সময় বার করতে ভোলেন না বনি-কৌশানি (সৌজন্যে-ইন্সটাগ্রাম)
3/9বিয়ের মূল অনুষ্ঠানে বনি-কৌশানির পোশাকে ছিল রঙ-মিলান্তির ছোঁয়া। সাদা লেহেঙ্গা চোলিতে সেজেছিলেন কৌশানি। বনিকে পাওয়া গেল সাদা বন্ধগলায় (সৌজন্যে-ইন্সটাগ্রাম)
4/9দেখুন সাদা লেহেঙ্গায় রূপের দ্যুতি ছড়াচ্ছেন কৌশানি (সৌজন্যেঃইন্সটাগ্রাম)