আজকাল আয়কর দফতর, ইডি, সিবিআই-এর মতো বড় বড় তদন্তকারী সংস্থা অভিযান চালাচ্ছে বাংলার বিভিন্ন জায়গায়। ইডি কয়েকদিন আগে অর্পিতা মুখোপাধ্যায়ের একাধিক সম্পত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৫০ কোটি টাকা নগদ উদ্ধার করেছে। আর আজকে গার্ডেনরিচে এক ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে টাকার পাহাড়। এমতাবস্থায় প্রশ্ন উঠেছে একজন সাধারণ মানুষ তাঁর ঘরে কত টাকা রাখতে পারেন? কত টাকা নগদ রাখলে কোনও ব্যক্তির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না?
1/6মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বৃদ্ধির ঘোষণা করল ত্রিপুরা সরকার। আগামী বছর বিধানসভা ভোটের আগে পাঁচ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হল। যা রাজ্য সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী (ডিআর) এবং ফিক্সড-পে'র কর্মচারীরা পাবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (PTI)
2/6বাড়িতে গচ্ছিত নগদ টাকার উৎস বলা জরুরি। আপনি যদি টাকার উৎস না বলতে পারেন তবে আপনাকে বাজেয়াপ্ত অর্থের ১৩৭ শতাংশ পর্যন্ত জরিমানা দিতে হবে। এদিকে এক আর্থিক বছরে ২০ লক্ষ টাকার বেশি নগদ লেনদেনের ক্ষেত্রেও আপনাকে জরিমানা দিতে হতে পারে। (PTI)
3/6ব্যাঙ্ক থেকে একবারে ৫০ হাজার টাকার বেশি নগদ তোলা বা জমা দেওয়ার জন্য প্যান বাধ্যতামূলক৷ যদি কোনও ব্যক্তি ১ বছরে ২০ লক্ষ টাকা নগদ জমা করেন, তবে তাঁকে প্যান এবং আধারের বিবরণ দিতে হবে। প্যান এবং আধার সম্পর্কে তথ্য দিতে ব্যর্থ হলে ২০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে সেই ব্যক্তির। (PTI)
4/6আপনি ২ লাখ টাকার বেশি নগদে কেনাকাটা করতে পারবেন না। নগদে ২ লক্ষ টাকার বেশি কেনাকাটা করার জন্য প্যান এবং আধার কার্ডের কপি দেওয়া বাধ্যতামূলক। এদিকে ৩০ লক্ষ টাকার বেশি নগদে সম্পত্তি ক্রয় এবং বিক্রয়ের জন্য একজন ব্যক্তি তদন্তকারী সংস্থার রাডারে আসতে পারেন। (PTI)
5/6ক্রেডিট বা ডেবিট কার্ডে পেমেন্টের সময় যদি কেউ একবারে এক লাখ টাকার বেশি দেন, তাহলে সেই লেনদেন তদন্তের আওতায় পড়তে পারে। এদিকে কোনও আত্মীয়র কাছ থেকে একদিনে ২ লাখ টাকার বেশি নগদ নেওয়া যায় না। এই লেনদেন ব্যাঙ্কের মাধ্যমে করা বাধ্যতামূলক। (PTI)
6/6এদিকে নগদে অনুদান দেওয়ার সীমা হল ২০০০ টাকা। কোনও ব্যক্তি অন্য ব্যক্তির কাছ থেকে ২০ হাজার টাকার বেশি নগদ ঋণও নেওয়া যায় না। ব্যাঙ্ক থেকে ২ কোটি টাকার বেশি নগদ তোলার উপর টিডিএস ধার্য করা হয়ে থাকে। (PTI)