টাটার এয়ারএশিয়া ইন্ডিয়াতে ৮৩.৬৭% শেয়ার ছিল। বাকি অংশটি AirAsia Investment Ltd (AAIL), যা কিনা মালয়েশিয়ার AirAsia গ্রুপের অংশ।
1/5এয়ারএশিয়া ইন্ডিয়া অধিগ্রহণ করবে এয়ার ইন্ডিয়া। টাটা মালিকানাধীন এয়ার ইন্ডিয়ার প্রস্তাবে অনুমোদন দিল কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া (CCI)। মঙ্গলবার সিসিআই জানায়, এয়ারএশিয়া ইন্ডিয়ার সম্পূর্ণ ইক্যুইটি শেয়ার মূলধন কিনতে পারে এয়ার ইন্ডিয়া। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
2/5এমনিতেই এয়ার এশিয়া ইন্ডিয়ায় টাটার সংখ্যাগরিষ্ঠ অংশীদারিত্ব রয়েছে। তবে এই লেনদেন সম্পন্ন হলে দুটি মিলিয়ে একত্রিত একটি এয়ারলাইনে পরিণত হবে। ফাইল ছবি : রয়টার্স (Reuters)
3/5টাটার এয়ারএশিয়া ইন্ডিয়াতে ৮৩.৬৭% শেয়ার ছিল। বাকি অংশটি AirAsia Investment Ltd (AAIL), যা কিনা মালয়েশিয়ার AirAsia গ্রুপের অংশ। এয়ার ইন্ডিয়া আগেই প্রস্তাবিত চুক্তির জন্য সিসিআই-এর কাছে অনুমোদন চেয়েছিল। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
4/5গত বছর, টাটা সন্সের সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান, ট্যালেস প্রাইভেট লিমিটেড এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস অধিগ্রহণ করে। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই) (Reuters)
5/5চুক্তিটি বাজারে প্রতিযোগিতায় প্রভাব ফেলবে না, প্রস্তাবের অনুমোদন চাওয়ার সময়ে আগেই বলেছিল টাটা। অফারে আগেই সেটা স্পষ্ট করে দেওয়া হয়েছিল। (ছবিটি প্রতীকী, সৌজন্য ফেসবুক @aaikolairport) (Reuters)