Pragyan and Vikram's Chance to Wake up: 'রাত নামলে সকালও হবে', আর কি ঘুম ভাঙবে বিক্রম ও প্রজ্ঞানের? কীসের আশায় বসে ইসরো
Updated: 25 Sep 2023, 07:21 AM ISTগত ২২ সেপ্টেম্বর ফের সকাল হয়েছে চাঁদের দক্ষিণ মেরুতে। সূর্যের আলো পড়ে চাঁদের দক্ষিণ মেরুতে। এই আবহে বিগত দু'দিন ধরে চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞানকে জাগানোর চেষ্টা করে চলেছেন ইসরোর বিজ্ঞানীরা। এখনও এতে সাফল্য আসেনি ঠিকই। তবে আশা শেষ হয়ে যায়নি।
পরবর্তী ফটো গ্যালারি