Covid-19 Advisory in West Bengal: পশ্চিমবঙ্গে ঊর্ধ্বমুখী করোনাভাইরাসের গ্রাফ। বৃহস্পতিবার রাজ্যে দৈনিক করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১,৫০০ ছাড়িয়ে গিয়েছে। সংক্রমণের হার ১৩ শতাংশের কাছে। যা পাঁচ শতাংশের নীচে থাকা উচিত। সেই পরিস্থিতিতে রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে একাধিক নির্দেশিকা জারি করা হল। দেখে নিন, সেই সমস্ত নির্দেশ -
1/5যে স্বাস্থ্যকর্মীরা আমজনতার সংস্পর্শে আসবেন, তাঁদের উপসর্গহীন হতে হবে। সম্পূর্ণ টিকাকরণ সম্পূর্ণ করতে হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/5কো-মর্বিডিটি থাকা (ডায়াবিটিস, কিডনির রোগ, লিভারের রোগের মতো) প্রবীণদের বাধ্যতামূলকভাবে করোনা টিকার দুটি ডোজ নিতে হবে। সেইসঙ্গে বুস্টার ডোজও নেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/5সম্পূর্ণ টিকাকরণের উপর জোর দিতে হবে। সেইসঙ্গে বুস্টার ডোজ নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, প্রয়োজনে বাড়ি-বাড়ি গিয়ে টিকাকরণের কর্মসূচির আয়োজন করা যেতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/5শুধুমাত্র সম্পূর্ণরূপে টিকাপ্রান্ত এবং উপসর্গহীনদের কোনও জনসমাবেশে যোগ দেওয়া উচিত। যাঁরা যোগ দেবেন, তাঁদের করোনাবিধি মেনে চলতে হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/5জনসমাবেশে অবশ্যই করোনা সুরক্ষাবিধি মেনে চলতে হবে। অর্থাৎ মাস্ক পরতে হবে। মেনে চলতে হবে শারীরিক দূরত্ববিধি। হাত স্যানিটাইজ করতে হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)