অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে 'মোখা'। যত দিন গিয়েছে, ততই শক্তি বাড়িয়েছে এই ঘূর্ণিঝড়। হাওয়া অফিসের পূর্বাভাস, ২১০ কিমি প্রতি ঘণ্টারও বেশি বেগে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে বাংলাদেশ ও মায়ানমারের উপকূলে। এরই মাঝে প্রশ্ন উঠেছে, এই ঘূর্ণিঝড় কি 'সুপার সাইক্লোনে' পরিণত হতে পারে ল্যান্ডফলের সময়?
1/5আজ আর কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ-মায়ানমার উপকূলে প্রবল গতিতে আছড় পড়বে ঘূর্ণিঝড় মোখা। হাওয়া অফিস সূত্রে, ল্যান্ডফলের সময় এই ঘূর্ণিঝড়ের গতি থাকবে ঘণ্টায় ২০০ কিলোমিটারেও বেশি। এই আবহে আতঙ্কে বাংলাদেশের কক্সবাজার, টেকনাফ অঞ্চলের বাসিন্দারা। উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় এই ঘূর্ণিঝড় অনেকটাই শক্তি সঞ্চয় করেছে। এই আবহে ল্যান্ডফলের সময় কি মোখা সুপার সাইক্লোনে পরিণত হবে? (AP)
2/5ঘূর্ণিঝড়ের জেরে আজ স্বাভাবিকের থেকে ৮ থেকে ১২ ফুট উঁচু ঢেউ আছড়ে পড়বে দক্ষিণ-পূর্ব বাংলাদেশের উপকূলে। কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর জেরে পার্বত্য এলাকায় নামতে পারে ভূমিধস। এদিকে উত্তর-পূর্ব ভারত লাগোয়া সিলেটেও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেখানে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। (AP)
3/5গতরাতে ঘণ্টায় ২২ কিমি বেগে সামনের দিকে এগিয়ে গিয়েছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’। এই আবহে বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড় মোখার প্রভাব পড়তে শুরু করেছে গতকাল রাত থেকেই। ঘূর্ণিঝড় মোখার জেরে কক্সবাজার সমুদ্রবন্দর ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম, ফেনি, নোয়াখালি, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা সহ আরও বেশ কিছু জেলায় ৮ নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে। (AP)
4/5গতকাল মধ্যরাতের সর্বশেষ আপডেট অনুযায়ী, ঘূর্ণিঝড় মোখা চট্টগ্রাম শহর থেকে ৪৯০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার থেকে ৪১০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৫৩০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্বে এবং পায়রা বন্দর থেকে ৪৬০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্বে অবস্থান করছিল। সেই সময় ঘূর্ণিঝড়টি ভারতের পোর্টব্লেয়ারের উত্তর ও উত্তর-পশ্চিমে ৭২০ কিমি দূরে অবস্থিত ছিল। তাছাড়া মায়ানমারের সিটওয়ের থেকে এটি ৩১০ কিমি দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। (AP)
5/5এদিকে আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোখা সুপার সাইক্লোনে পরিণত হবে না। উল্লেখ্য, ঘূর্ণিঝড়ের বাতাসের গতিবেগ ৮৮ থেকে ১১৭ হলে সেটিকে বলা হয় প্রবল ঘূর্ণিঝড়। বাতাস যদি ১১৭ থেকে ২২০ কিলোমিটার বেগে বয়ে যায়, তবে তা হয়ে ওঠে অতি প্রবল ঘূর্ণিঝড়। আর ২২০ কিমির বেশি বেগে বাতাস বয়ে গেলে তাকে সুপার সাইক্লোন বলা হয়। এদিকে ঘূর্ণিঝড় মোখার জেরে দমকা হাওয়া ঘণ্টায় ২১৫ কিমি ছুঁতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অফিস। এই গতি ২২০ কিমি ছুঁলেই ‘সুপার সাইক্লোন’ আখ্যা পেত মোখা। (AP)