Cyclone Sitrang Weather Improvement: ঘূর্ণিঝড় সিত্রাং যে আমফান হবে না, তা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী দুই জেলায় (উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা) বৃষ্টি হচ্ছে। বইছে ঝোড়ো হাওয়া। কবে থেকে আবহাওয়ার উন্নতি হবে, তা জেনে নিন -
1/5আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আরও উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে ঘূর্ণিঝড় সিত্রাং। তারপর মধ্যরাতে তিনকোণা দ্বীপপুঞ্জ এবং সন্দ্বীপ নিয়ে বাংলাদেশ উপকূল পার করতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। (ছবি সৌজন্যে রয়টার্স)
2/5আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ (সোমবার) উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত (৭০ মিলিমিটার থেকেে ১১০ মিলিমিটার) বৃষ্টি হতে পারে। মঙ্গলবার সকাল থেকেই আবহাওয়ার উন্নতি হবে। দক্ষিণবঙ্গের জেলাগুলির হাতেগোনা কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
3/5উপকূলবর্তী এলাকায় ঝড়ের বেগ: আজ (সোমবার) এবং আগামিকাল (মঙ্গলবার) পশ্চিমবঙ্গ উপকূল বরাবর ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। দমকা হাওয়ার বেগ কখনও কখনও ঘণ্টায় ৭০ কিমিতে পৌঁছে যেতে পারে। মঙ্গলবার দুপুর থেকে হাওয়ার বেগ ক্রমশ কমবে। তারপর ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে হাওয়া দেবে। দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ৫০ কিমিতে পৌঁছাতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/5মৎস্যজীবীদের সতর্কতা: উত্তর বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় সিত্রাং তৈরি হয়েছে, সেই কারণে আগামিকাল (মঙ্গলবার, ২৫ অক্টোবর) পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অর্থাৎ ঘূর্ণিঝড়ের প্রভাব কমলেও মঙ্গলবার পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল রেখেছে আলিপুর আবহাওয়া দফতর। (ছবিটি প্রতীকী)
5/5আবহাওয়ার উন্নতি হলেও মঙ্গলবার সুন্দরবনে ফেরি পরিষেবা নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেইসঙ্গে দিঘা, মন্দারমণি, শংকরপুর, বকখালি, সাগরের মতো জায়গায় জলে নেমে পর্যটকদের কোনওরকম খেলা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)