Cyclone Update in Bangladesh: যে নিম্নচাপ তৈরি হয়েছে, ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা, সময় বলবে। তবে প্রস্তুতিতে কোনও খামতি রাখছে না বাংলাদেশ। ইতিমধ্যে আবহাওয়া দফতরের তরফে সতর্কতা জারি করা হয়েছে।
1/6চট্টগ্রাম এবং কক্সবাজার বন্দরে সতর্কতা জারি করা হয়েছে। দুই সমুদ্র বন্দরে এক নম্বর দূরবর্তী সংকেত জারি করেছে আবহাওয়া দফতর। একইরকম সতর্কতা জারি করা হয়েছে পায়বা এবং মোংলা সমুদ্র বন্দরে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/6বুলেটিন অনুযায়ী, শনিবার বেলা ১২ টা নাগাদ নিম্নচাপটি চট্টগ্রাম বন্দরের ১,৪২৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। এছাড়াও কক্সবাজারের দক্ষিণে ১,৩৪০ কিলোমিটার দূরে অবস্থান করছে নিম্নচাপটি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/6সেই পরিস্থিতিতে আবহাওয়া দফতরের তরফে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। উপকূলের কাছে থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/6কোথায় অবস্থান করছে নিম্নচাপ? মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আজ সকাল ৮ টা ৩০ মিনিটে সুপষ্ট নিম্নচাপটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপাসাগর এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের উপর অবস্থান করছিল। যা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/6ভারতীয় মৌসম ভবন: সকাল ১১ টা ৩০ মিনিটের তথ্য অনুযায়ী, নিম্নচাপটি কার নিকোবরের (নিকোবর দ্বীপপুঞ্জ) ১৭০ কিলোমিটার পশ্চিম, পোর্ট ব্লেয়ারের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ৩০০ কিলোমিটার, বিশাখাপত্তনমের দক্ষিণ-পূর্বে ১,২৭০ কিলোমিটার এবং পুরীর দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ১,৩০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
6/6ভারতের মৌসম ভবন: নিম্নচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে রবিবার (৮ মে) পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তারপর মঙ্গলবার (১০ মে) সন্ধ্যা পর্যন্ত পর্যন্ত আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূল বরাবর পশ্চিম-মধ্য ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)