বাংলা নিউজ > ছবিঘর > 6th Pay Commission Agitation in Delhi: নবান্নর শাস্তির তোয়াক্কা না করে আজ থেকে দিল্লিতে কর্মসূচি শুরু DA আন্দোলনকারীদের

6th Pay Commission Agitation in Delhi: নবান্নর শাস্তির তোয়াক্কা না করে আজ থেকে দিল্লিতে কর্মসূচি শুরু DA আন্দোলনকারীদের

আজ এবং আগামিকাল দিল্লির যন্তর মন্তরে ধরনায় বসবেন সংগ্রামী যৌথ মঞ্চের কয়েকশো সদস্য। এই কর্মসূচির কথা আগেই জানানো হয়েছিল যৌথ মঞ্চের তরফে। গত সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রক সেই ধরনার অনুমতিও দিয়ে দেয়। তবে কিছু শর্ত আরোপ করে অমিত শাহের মন্ত্রক। সেই শর্ত মেনেই আজ থেকে দু'দিনের ধরনায় বসবেন ডিএ আন্দোলনকারীরা।