আমেরিকায় রণবীরের জন্মদিন পালন করলেন দীপিকা। মঙ্গলবার ট্রাভেল ডায়েরি শেয়ার করে নিলেন দুই তারকা।
1/9আমেরিকায় বর রণবীর সিং-এর জন্মদিন পালন করেছিলেন দীপিকা পাড়ুকোন। গত সপ্তাহটা সেখানেই কাটিয়েছেন দু'জন। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন এই দুই তারকা। প্রত্যেকটা ছবিই দুর্দান্ত। যাকে বলে ‘পারফেক্ট কাপল গোল’।
2/9জন্মদিনের দিন সমুদ্রের ধার থেকে সেলফি শেয়ার করেছিলেন রণবীর সিং। যা দেখে অনেকেরই অনুমান হয়েছিল ৩৭ বছরের জন্মদিনটা কোনও বিচ ভ্যাকেশনেই কাটছে তাঁর।
3/9জন্মদিন পালন হবে আর ওয়াইন থাকবে না তা হয় নাকি! সঙ্গে আবার আইসক্রিম আর কুকিজ।
4/9রণবীর ভার্সেস ওয়াইল্ড মোমেন্ট সেখানে গিয়েও রিক্রিয়েট করলেন দু'জন। তবে এটার নাম হল ‘রণবীর ভার্সেস ওয়াইল্ড উইথ দীপিকা’!
5/9বালির উপর এই ক্রিয়েটিভিটি নিসন্দেহে দীপিকার!
6/9কানের কাজ মিটিয়ে ও ছবির শ্যুট শেষ করে দীপিকা পরিবারের সঙ্গে উড়ে যায় আমেরিকায় কিছু আত্মীয়ের সঙ্গে দেখা করতে। সেখানে হওয়া কোঙ্কনি সম্মলনের বিশেষ অতিথি ছিলেন দীপিকা। স্ত্রীর সঙ্গে সেই অনুষ্ঠানে যোগ দিতে আমেরিকায় গিয়েছিলেন রণবীরও। সেখান থেকেই গত বুধবার হাওয়াই উড়ে যান তাঁরা। গোটা সপ্তাহটা সেখানে কাটিয়ে এই সপ্তাহে ফেরেন মুম্বইতে।
7/9প্রেম নিয়ে বিয়ের আগে কথা বলেননি সেভাবে। বিয়েটাও করেছিলেন ইতালির লেক কোমোতে বেশ গোপনভাবে। তবে তারপর থেকে PDA-র সুযোগ হাতছাড়া করেন না! ঘুরতে যাওয়ার ছবিগুলিতেও যেন একে-অপরের সঙ্গে ‘চিপকে’ (আমরা বলছি না, এরকমই কমেন্ট করেছে দুই তারকার ভক্তরা!) আছেন।
8/9খেতে ভালোবাসেন একথা বহুবার নিজের মুখেই জানিয়েছেন নায়িকা। তাই যেখানে ঘুরতে গিয়েছেন সেখানকার লোকাল ফুড ট্রাই করবেন না, তা কখনও হয়। গোটা ট্রিপেই একেবারে নো মেকআপ লুকে দেখা দিলেন দীপিকা। পোশাকও এক্কেবারে কুল অ্যান্ড ক্যাজুয়াল।
9/9নৈসর্গিক দৃশ্যও চোখ টেনে নেয়। দীপবীরের ক্যামেরাতেই ধরা পড়েছে এই ছবিগুলো।