শীতের কুয়াশা বৃদ্ধির কিছুটা আগেই খড় জ্বালিয়ে ক্ষে... more
শীতের কুয়াশা বৃদ্ধির কিছুটা আগেই খড় জ্বালিয়ে ক্ষেত সাফ হয়ে যায়। কিন্তু এবারে সেই কাজ করতে করতে শীত এসে যাবে। সেই সময়ে ধোঁয়া ও কুয়াশা মিলে মারাত্মক ধোঁয়াশা হতে পারে।
1/6উত্তর ভারতে দেরিতে বর্ষা প্রত্যাহার। আর তার ফলে শীতের সময়ে তুঙ্গে পৌঁছতে পারে ধোঁয়াশা। এমনই আশঙ্কা আবহবিদদের। ফাইল ছবি : পিটিআই
2/6কেন? বৃষ্টি থেমে ক্ষেত শুকনো হলেই ফসলের অবশিষ্টাংশ, মূলত খড় জ্বালিয়ে দেন কৃষকরা। অন্যান্যবার আরও আগে বর্ষা যায়। অক্টোবরের শুরু থেকে নভেম্বরের শেষ পর্যন্ত ক্ষেত সাফের কাজ চলে। ফলে শীতের কুয়াশা বৃদ্ধির কিছুটা আগেই খড় জ্বালিয়ে ক্ষেত সাফ হয়ে যায়। কিন্তু এবারে সেই কাজ করতে করতে শীত এসে যাবে। সেই সময়ে ধোঁয়া ও কুয়াশা মিলে মারাত্মক ধোঁয়াশা হতে পারে। ফাইল ছবি : শাকিব আলি/হিন্দুস্তান টাইমস
3/6সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের (CSE) নির্বাহী পরিচালক অনুমিতা রায়চৌধুরী বলেন, 'এই বছর প্রাক-শীত বাতাস তুলনামূলকভাবে পরিষ্কার আছে। তীব্র এবং দীর্ঘায়িত বর্ষার প্রভাব এটি।' ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস
4/6তিনি বলেন, 'এই মুহূর্তে শীতের দূষণের পূর্বাভাস দেওয়া যায় না। লকডাউন থাকা সত্ত্বেও ২০২১ সালে গ্রীষ্মে ক্রমবর্ধমান দূষণ এবং ইন্দো-গাঙ্গেয় সমভূমি জুড়ে শীতকালীন দূষণ উদ্বেগের বিষয়। শীতের দূষণ কত তাড়াতাড়ি এবং তীব্রভাবে আমাদের আঘাত করবে তা নির্ভর করবে সমগ্র অঞ্চলজুড়ে কাজের স্কেল এবং গতির উপর।' ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস
5/6'এই শীতে ধোঁয়াশা অনেক গুরুতর হতে পারে। এটি মোকাবিলা করার জন্য, এখনই পদক্ষেপ করতে হবে,' জানালেন সিএসইর আরবান ডেটা অ্যানালিটিক ল্যাবের প্রোগ্রাম ম্যানেজার আভিকাল সোমবংশী। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস
6/6প্রতিবেদনে বলা হয়েছে যে, সাধারণত, পঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের কৃষিপ্রধান রাজ্যগুলিতে খড় পোড়ানোর ফলে শীতের ধোঁয়াশার প্রথম ধাপের সূত্রপাত হয়। এতে বলা হয়েছে যে এই বছর খড়ের ধোঁয়া সর্বোচ্চ গত ১৬ অক্টোবর রেজিস্টার্ড হয়েছিল। সেই সময়ে দিল্লির দূষণের মাত্রার জন্য খড়ের আগুনের ধোঁয়াকে ১৪% দায়ী করা হয়েছিল। ফাইল ছবি : পিটিআই