বিনোদ বনসলের দাবি, ২৭টি হিন্দু-জৈন মন্দির ভেঙে প্রচুর সম্পদ মেলে। সেটি দিয়েই স্মৃতিস্তম্ভটি তৈরি করা হয়েছিল।
1/5দিল্লির কুতুব মিনার আগে 'বিষ্ণু স্তম্ভ' ছিল। এমনই দাবি করলেন বিশ্ব হিন্দু পরিষদের (VHP) মুখপাত্র বিনোদ বনসল। ফাইল ছবি: এএফপি ও হিন্দুস্তান টাইমস (HT Photo)
2/5বিনোদ বনসল দাবি করেন, ২৭টি হিন্দু-জৈন মন্দির ভেঙে প্রচুর সম্পদ মেলে। সেটি দিয়েই স্মৃতিস্তম্ভটি তৈরি করা হয়েছিল। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (HT Photo)
3/5'কুতুব মিনার আসলে একটি বিষ্ণু স্তম্ভ ছিল। শুধুমাত্র হিন্দু সম্প্রদায়কে আঘাত করার জন্যই এই নতুন কাঠামো তৈরি করা হয়েছিল,' এমনটাই বলেন ভিএইচপি মুখপাত্র। (ফাইল ছবি হিন্দুস্তান টাইমস) (HT Photo)
4/5শুধু তাই নয়। বিনোদ বনসলের দাবি, যে ২৭টি মন্দির ভেঙে ফেলা হয়েছিল, সেগুলি আবার প্রতিষ্ঠা করতে হবে। ফাইল ছবি: এএফপি (HT Photo)
5/5'আমাদের দাবি, ভেঙে দেওয়া ২৭টি মন্দিরকে পুনর্নির্মাণ করা হোক। সেখানে হিন্দুদের প্রার্থনা করার অনুমতি দেওয়া হোক,' তিনি যোগ করেন। ফাইল ছবি; টুইটার (HT Photo)