Doglapan by Ashneer Grover: শার্ক ট্যাঙ্ক শো-এর মজার ডায়লগ কেন্দ্র করেই বইয়ের নাম দিয়েছেন অশনীর। এই বইয়ের মাধ্যমে স্টার্ট আপ তৈরি করা ও জীবনের কঠিন ও বাস্তব দিকগুলি তুলে ধরেছেন তিনি।
2/6Shark Tank India-র প্রথম সিজনে সাতজন বিনিয়োগকারীর মধ্যে একজন ছিলেন অশনীর গ্রোভার। BharatPe-এর সহ-প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর তিনি। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (Twitter)
3/6মজার বিষয় হল বইয়ের নাম 'দোগলাপন' রেখেছেন অশনীর। শার্ক ট্যাঙ্ক শো-তে এই শব্দটি ব্যবহার করে ভাইরাল হয়ে গিয়েছিলেন তিনি। শো-তে এক উদ্যোক্তা ফিনটেক-এর বিনিয়োগ নিতে না চাওয়ায় চটে গিয়েছিলেন তিনি। আর সেই সময়ে বলেছিলেন, 'অভি তেরে দোগলাপন উতারতা হুঁ(এখনই তোর দ্বিচারিতা ফাঁস করে দেব)।' ফাইল ছবি: টুইটার (Twitter)
4/6সেই মজার ডায়লগ কেন্দ্র করেই বইয়ের নাম দিয়েছেন অশনীর। টুইটারের লিখেছেন, এই বইটি পড়লে হয় আপনি সঙ্গে সঙ্গে চাকরি ছেড়ে দেবেন। নয় তো সারা জীবন চাকরি-ই করে যাবেন। অন্তত দুইয়ের মাঝে আটকে থাকবেন না। এই বইয়ের মাধ্যমে স্টার্ট আপ তৈরি করা ও জীবনের কঠিন ও বাস্তব দিকগুলি তুলে ধরেছেন অশনীর। ফাইল ছবি: টুইটার (Twitter)
5/6আমাজনে বইয়ের হার্ডকপি বিক্রি হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় অশনীরের ফ্যানের সংখ্যা নেহাত্ কম নয়। আর তার দৌলতে নামী নামী লেখকদেরও নিমেষে টেক্কা দিয়ে দিলেন অশনীর। ছবি: টুইটার (Twitter)
6/6অশনীর জানান, তাঁর এই 'আত্মজীবনী' রাতারাতি নাম্বার ওয়ান বেস্ট সেলার হয়ে গিয়েছে। মুহূর্তের মধ্যে সমস্ত কপি বিক্রি হয়ে যায়। আরও কপি ছাপানো হচ্ছে বলে জানান অশনীর। বইটির দাম ৪৪৯ টাকা। ডিসেম্বর ২৬ নাগাদ বইটি ডেলিভারি শুরু হবে। ফাইল ছবি: টুইটার (Twitter)