ISL 2023-24: ধারাবাহিকতাই নেই লাল-হলুদের, অসংখ্য গোলের সুযোগ নষ্ট করে ১১ নম্বরে থাকা পঞ্জাবের সঙ্গে ড্র করল ইস্টবেঙ্গল
Updated: 09 Dec 2023, 11:15 PM ISTআইএসএলে কখনও টানা দু'টি ম্যাচে জেতেনি ইস্টবেঙ্গল। শনিবারও সেটা হল না। জেতার পরের ম্যাচেই আটকে গেল লাল-হলুদ। ধারাবাহিকতার অভাবেই ডুবল কার্লেস কুয়াদ্রাতের দল। লিগে একটিও ম্যাচ না জেতা পঞ্জাবের বিরুদ্ধে যে রকম সুযোগ পেয়েছিল তারা, তা কাজে লাগাতে পারলে তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ত পারত ইস্টবেঙ্গল।
পরবর্তী ফটো গ্যালারি