বহু শ্যাম্পু, কন্ডিশনার ব্যবহার করেও যদি এই সমস্যা থেকে রেহাই না পান, তাহলে ঘরোয়া কিছু উপায়ে সমস্যা সহজে প্রতিকার করে নিতে পারেন। খুশকি তাড়াতে নানান রকমের তেল বা প্রসাধনীতে সাহায্য না পেলে এই ঘরোয়া উপায় চটজলদি দেবে সমাধান, রইল কিছু টিপস।
1/8শীতে মাথায় চুলে সামান্য হাত দিলেই হাত ভর্তি হয়ে আসছে খুশকি? কিম্বা চুল ঝাড়লেই তুষারপাতের মতো করে ঝড়ে পড়ছে খুশকি। এই খুসকির সমস্যা অন্য কারোর সামনে ঘটে গেলে অস্বস্তির একেবারে চূড়ান্ত হয়।
2/8বহু শ্যাম্পু, কন্ডিশনার ব্যবহার করেও যদি এই সমস্যা থেকে রেহাই না পান, তাহলে ঘরোয়া কিছু উপায়ে সমস্যা সহজে প্রতিকার করে নিতে পারেন। খুশকি তাড়াতে নানান রকমের তেল বা প্রসাধনীতে সাহায্য না পেলে এই ঘরোয়া উপায় চটজলদি দেবে সমাধান, রইল কিছু টিপস।
3/8নারকেল তেল- মাথায় শুধু নারকেল তেল মাখলেই হবে না। প্রথমে নারকেল তেল গরম করে নিন। এরপর সেই গরম করা নারকেল তেলে মিশিয়ে নিন সামান্য লেবুর রস। সেটি মাথায় মেখে, ১০-২০ মিনিট পর ধুয়ে ফেলুন। পরে করে নিন শ্যাম্পু। ছবি: পিক্সাবে
4/8নিম- খুশকির সমস্যা হেলাফেল করার সমস্যা নয়। তাই এমন সমস্যা দেখা দিলে, সতর্ক হতে হবে। গরম জলে নিমপাতা ফুটিয়ে নিয়ে সেই জল মাথায় ঢেলে নিন। এটি সপ্তাহে ২ দিন অন্তত করতে পারলে,খুশকির সমস্যা দৌড়ে পালাবে।
5/8লেবু, দই- খুশকি শুধু জামাকাপড়ে পড়েই অস্বস্তি বাড়ায় না, সঙ্গে চুলেরও ক্ষতি করে। চুল পড়া বাড়িয়ে দিতে থাকে খুসকির সমস্যা। সেই কারণে, স্নানের আগে একটি পাত্রে লেবুর রস আর দই মিশিয়ে নিন। সেটি মাথায় মেখে রেখে দিন ১ ঘণ্টা। শেষে স্নান করে তা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
6/8অ্যালোভেরা- এক চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে মিশিয়ে নিন ক্যাসটার অয়েল। তা স্নানের আগে মাথায় মেখে নিন। আধ ঘণ্টা পর চুলে ধুয়ে নিন। পাবেন বহু উপকার।
7/8কর্পুর- খুব ব্যস্ততার মাঝে যদি সহজে খুশকি দূর করতে চান, তাহলে নারকেল তেলে ফেলে দিন একটু কর্পুর। সেই তেল মাথায় মেখে খানিক বাদে চুল ধুয়ে ফেললে মিলবে আরাম।
8/8মেথি- সামান্য মেথি দানা দিন। রাতভর তা জলে ভিজিয়ে নিন। সকালে সেই দানা পিষে নিয়ে তাতে সামান্য অ্যালোভেরা জেল দিন। পরে তা মাথায় মেখে নিন। আধ ঘণ্টা বাদে স্নান করলে মিলবে খুশকি থেকে ছুটি!