অমিতাভ বচ্চন, সলমান খান, অক্ষয় কুমার সহ বলিউডের একাধিক সেলিব্রেটি প্রাণনাশের হুমকি পেয়েছিলেন। শুরুটা হয়েছিল অম্বানির বাড়িতে বোমাতঙ্ক দিয়ে। এরপরই সুপ্রিম কোর্টের তরফ থেকে জেড প্লাস নিরাপত্তার ব্যবস্থা করা হয় ওই বিত্তশালী পরিবারের জন্য।
1/7জেড প্লাস নিরাপত্তা পায় বিত্তশালী আম্বানি পরিবার। তেমনি প্রায়শই মুম্বইয়ে বলিউড তারকাদের বাড়িতে বোমাতঙ্ক কিংবা তাঁদের প্রাণনাশের হুমকির মুখোমুখি পড়তে হয়। কোন কোন তরকা এমন ঘটনার সম্মুখীন হয়েছেন?
2/7শুধু মুকেশ আম্বানিই নয়, সদ্য অমিতাভ বচ্চনের মুম্বইয়ের বাড়িতে বোমাতঙ্কের খলর চাউর হয়েছিল। এক অজানা ফোন কল মঙ্গলবার ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেমকে (ইআরএসএস) জানায়, বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের বাড়ি কাছে বোমা রাখা রয়েছে। এরপরই মেগাস্টারের বাড়ির নিরাপত্তা আরও আটোসাটো করা হয়।
3/7বলিউডের প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রও প্রাণনাশের হুমকি পেয়েছিলেন। শিল্পপতি মুকেশ আম্বানি এবং অমিতাভ বচ্চনের মতো হত্যাকারীদের নজরে এসেছিলেন তিনিও।
4/7পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা চাঞ্চল্যকর হত্যার পর সলমন খানের উপর নিরাপত্তা আরও বাড়ানো হয়েছিল। সুপারস্টারকে তখনই বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকিও দেওয়া হয়েছিল। অভিনেতার বাবা সেলিম খান সকালে হাঁটার সময় একটি নোট পেয়েছিলেন, সেখানেই সলমনকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল।
5/7জানা যায়, আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার রবি পূজারির কাছ থেকে মৃত্যুর হুমকি পেয়েছিলেন অক্ষয় কুমার। পরে তাঁকেও জেড প্লাস সুরক্ষা দেওয়া হয়েছিল।
6/7আমির খানও সত্যমেব জয়তে শো করার পর আন্ডারওয়ার্ল্ড থেকে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন। পরে তিনি বুলেটপ্রুফ গাড়িতে যাতায়াত করতেন বলে খবর।
7/7শাহরুখ খানের মুম্বইয়ের বাড়ি মন্নতে বোমা রয়েছে। এমনই এক অজানা ফোনে তুমুল হইচই পড়ে গিয়েছিল। অভিনেতা এবং তাঁর পরিবার প্রাণ সংকটের মুখে পড়েছিল। পরে মুম্বই পুলিশ সেই ব্যক্তিকে গ্রেফতার করেছিল।