Rich tv actress: ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায় অভিনেত্রী শিবাঙ্গী জোশী থেকে জেনিফার উইঙ্গেট; জনপ্রিয় হিন্দি টেলিভিশন ডিভাদের দিকে এক নজর, যারা বলিউড অভিনেত্রীদের চেয়ে অনেক বেশি ধনী।
1/6শিবাঙ্গী জোশি, হিনা খান, জেনিফার উইঙ্গেট সহ টেলি পর্দার অনেক জনপ্রিয় অভিনেত্রী রয়েছেন যারা বলিউড ডিভাদের চেয়ে অনেক বেশি ধনী। কীভাবে? তাঁদের মোট সম্পত্তির পরিমাণ জানলে চমকে উঠবেন।
2/6টিভি অভিনেত্রী জেনিফার উইঙ্গেট তাঁর নরম ব্যক্তিত্ব এবং আকর্ষণীয় হাসির জন্য জনপ্রিয়। হিন্দি টেলিভিশন জগতে বেশ জনপ্রিয় নাম তিনি।
3/6‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ ধারাবাহিক থেকে অভিনেত্রী শিবাঙ্গী জোশি বেশ খ্যাতি লাভ করেছেন। একাধিক প্রতিবেদনের রিপোর্ট অনুসারে, ‘বালিকা বধূ’ অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ ৩৭ কোটি টাকা।
4/6টেলিভিশনের অন্যতম সংস্কারী বৌ হিসেবে পরিচিত ‘কুমকুম ভাগ্য’ খ্যাত অভিনেত্রী স্মৃতি ঝা। ধারাবাহিকে তাঁর নাম ছিল প্রজ্ঞা। জানা গিয়েছে, এই অভিনেত্রী মোট সম্পত্তির পরিমাণ ৩১ কোটি টাকা।
5/6নাগিন, কুবুল হ্যায় সহ একাধিক হিন্দি জনপ্রিয় ধারাবাহিকের মুখ সুরভী জ্যোতি। কয়েকটি হিট টিভি রিয়ালিটি শোতে অংশগ্রহণ করেছেন। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২২ কোটি টাকা।
6/6‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ অভিনেত্রী হিনা খান। শোতে অক্ষরা সিংঘানিয়ার ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। অভিনয় দক্ষতার জেরে লক্ষ লক্ষ মানুষের মন জয় করেছেন তিনি। কসৌটি জিন্দেগি কি ২-এ কমলিকার ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। রিপোর্টে উঠে এসেছে, মোট ৫২ কোটির সম্পত্তি রয়েছে হিনার।