Kirron Kher: বলিউড থেকে রাজনৈতিক জীবন এবং ব্যক্তিগত জীবন নিয়েও চর্চায় থেকেছেন অভিনেত্রী কিরণ খের। প্রথম স্বামীর কাছ থেকে বিচ্ছেদ হয়ে দ্বিতীয়বার বিয়ে করেন অনুপম খেরকে। কী ছিলেন কিরণের প্রথম স্বামী?
1/9ছোট পর্দা থেকে বলিউডে দুর্দান্ত অভিনয়, রাজনীতিতেও তার সেরা ভূমিকা পালন করছেন কিরণ খের। বলিউড থেকে রাজনৈতিক জীবনে ভক্তদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় কিরণ।
2/9পেশাগত জীবনের পাশাপাশি অভিনেত্রী কিরণ খেরের ব্যক্তিগত জীবনও এক সময় তুমুল আলোচিত হয়েছিল। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর দ্বিতীয়বার অনুপম খেরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। সেই সময় কম সমালোচনার মুখে পড়েননি অভিনেত্রী।
3/9টিভি থেকে বড় পর্দায়, অভিনয় দিয়ে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন অভিনেতা অনুপম খেরের স্ত্রী কিরণ খের। অনুপমের গলায় মালা দেওয়ার আগে ব্যবসায়ী এবং ফিল্ম ফিনান্সার গৌতম বেরিকে বিয়ে করেছিলেন কিরণ। কিন্তু সেই বিয়ে বেশি দিন টেকেনি।
4/9পড়াশোনা করতে করতেই কিরণ সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনয়কে কেরিয়ার হিসেবে বেছে নেবেন। এরপরে তিনি চণ্ডীগড়ে থিয়েটারে যোগ দেন। ১৯৮০ সালে মুম্বইয়ে পা রাখেন তিনি। সেখান থেকে তাঁর নতুন যাত্রা শুরু হয়। কিছু সময় পরে প্রেম করে গৌতম বেরির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী।
5/9গৌতম বেরির সঙ্গে দাম্পত্য জীবনের শুরুটা বেশ ভালোই ছিল অভিনেত্রীর। এরপর ছেলে সিকন্দার আসে তাঁদের কোল আলো করে। সিকান্দার জন্মের পর থেকে কিরণ ও গৌতমের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। সিকান্দার যখন ৫ বছর তখন তাঁরা বিবাহবিচ্ছেদের পথ বেছে নেন। এর পর কিরণের জীবনে আসেন অনুপম খের।
6/9অনুপম খের এবং কিরণের দেখা হয়েছিল চণ্ডীগড়েই একটি থিয়েটার শো চলাকালীন। দুজনেই ভালো বন্ধু হয়ে ওঠেন এবং তারপর তাদের কর্মজীবনে ব্যস্ত হয়ে পড়েন। গৌতমকে বিয়ে করার পর অনুপম ও কিরণের মধ্যে দূরত্ব আরও বেড়ে যায়। এদিকে অনুপম খেরও মধুমালতীকে বিয়ে করেন।
7/9দুজনেই বিবাহিত ছিলেন। দু’জনেরই দেখা হয়েছিল কলকাতায় একটি অনুষ্ঠানে। একই সময়ে দুজনেই তাঁদের বিয়ে নিয়ে সমস্যাগুলি কথা বলেছিলেন। এরপরই তাঁরা একে অপরের প্রতি ভালোবাসা অনুভব করতে শুরু করেন।
8/9একটি সাক্ষাত্কারে কিরণ বলেছিলেন, কলকাতায় অনুপমের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর তাঁর জীবন সম্পূর্ণ বদলে গিয়েছে। এমনকি অনুপম নিজের মাথা ন্যাড়া করে ফেলেছিলেন। শো শেষ হওয়ার পরে, অনুপম আমাকে বিদায় জানাতে এসেছিল। আমি শুধু ওর চোখের দিকে তাকাই। আমাদের চোখাচোখি হয়। এরপর সবকিছু বদলে গেল। নিজ নিজ জীবন সঙ্গীর কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর দুজনেই একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিলাম।
9/9অন্যদিকে, কিরণ খেরের প্রথম স্বামী গৌতম বেরি কে? একজন ব্যবসায়ী ছাড়াও একজন ফিল্ম ফাইন্যান্সারও ছিলেন গৌতম বেরি। কিরণ খেরের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ১৯৮৫ সালে নন্দিনী সেনকে বিয়ে করেন তিনি। অমিতাভ বচ্চনের খুব ভালো বন্ধু ছিলেন গৌতম বেরি। মুম্বাইতে থাকার সময় দুজনেই রুমমেট ছিলেন। অমিতাভ ও গৌতম বেরির পরিবার খুবই ঘনিষ্ঠ। আজও গৌতমের ছেলে সিকান্দার এবং অভিষেক বচ্চন খুব ঘনিষ্ঠ বন্ধু। ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি মারা যান গৌতম বেরি।