লিঙ্কডইন-এ নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন শ্রীনি... more
লিঙ্কডইন-এ নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন শ্রীনিবাসন জয়রামন। চেন্নাইয়ের আইটি ইঞ্জিনিয়ারের কাহিনী ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
1/7Zomato ফুড ডেলিভারি এজেন্ট হিসাবে কাজ করছেন এক প্রাক্তন TCS কর্মী। চাকরি সুইচের প্রক্রিয়ার মধ্যে আছেন তিনি। তারই মাঝে সময় কাটাতে বেছে নিয়েছেন এই কাজ। লিঙ্কডইন-এ নিজের সেই অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন শ্রীনিবাসন জয়রামন। চেন্নাইয়ের আইটি ইঞ্জিনিয়ারের কাহিনি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Reuters)
2/7'আমি দিন কয়েক আগে টিসিএস ছেড়েছি। অন্য এক প্রতিষ্ঠানে অনবোর্ডিং করতে এক সপ্তাহ সময় আছে। মাঝে সময়টা নষ্ট করতে চাইছিলাম না। তাই Zomato ডেলিভারি বয়ের কাজ বেছে নেওয়া।' (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Reuters)
3/7জোম্যাটো ডেলিভারি বয় হিসাবে কাজ করতে গিয়ে বিভিন্ন 'চ্যালেঞ্জে'র সম্মুখীন হয়েছেন শ্রীনিবাসন। নিজের সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি। (ছবি সৌজন্য রয়টার্স) (Reuters)
4/7তিনি বলেন, গ্রাহকদের দিক থেকে -অসম্পূর্ণ ঠিকানা, পুরনো বা অন্য কারও ফোন নম্বরের কারণে ডেলিভারিতে সমস্যা হয়। প্রতীকী ছবি: মিন্ট (Reuters)
5/7জোম্যাটোর কাজের দিক দিয়ে বলেন, ম্যাপ থাকলেও নতুন জায়গায় কোনও রেস্তোরাঁ খুঁজে পেতে সমস্যা হয়। কখনও কখনও হটস্পট এলাকাতেও অর্ডারের আকাল হয়। একবার ৩ ঘণ্টায় মাত্র ৩টি অর্ডার পেয়েছিলেন। ফাইল ছবি : রয়টার্স (Reuters)
6/7তাছাড়া অনেক সময় ১৪ কিলোমিটারের মতো অস্বাভাবিক দূরে ডেলিভারি অর্ডার থাকে। পেট্রলের দামও দিন দিন বাড়ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট) (Reuters)
7/7শ্রীনিবাসন বলেন, 'পরিবারের অনেকের আপত্তি ছিল। আইটি কর্মী হয়ে এসব! কিন্তু আমার মতে, কোনও কাজই ছোট, সহজ নয়। এই পেশায় থাকা সকলের প্রতি আমার সম্মান বেড়ে গিয়েছে।' (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Reuters)