হাতে পড়ে মাত্র কয়েকটি দিন। তারইমধ্যে টাকা সংক্রান্ত পাঁচটি গুরুত্বপূর্ণ কাজ করতেই হবে। নাহলে নয়া বছরে পড়বেন সমস্যায়। দেখে নিন, আপনি সেই কাজগুলি সেরে ফেলেছেন কিনা -
1/6আপনার অ্যাকাউন্টেও টাকা জমা পড়েছে কিনা, তা কীভাবে দেখবেন? মেসেজ, মিসড কল পরিষেবা, উমাঙ্গ অ্যাপ এবং এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের পোর্টালের মাধ্যমে নিজের প্রভিডেন্ট ফান্ড ব্যালেন্স দেখতে পারবেন গ্রাহকরা। (ছবিটি প্রতীকী)
2/6আয়কর রিটার্ন ফাইল: আগামী শুক্রবারের (৩১ ডিসেম্বর) মধ্যে ২০২১-২২ অ্যাসেসমেন্ট ইয়ারের আয়কর রিটার্ন দাখিল করতে হবে। সেদিনের মধ্যে আইটি রিটার্ন ফাইল না করলে জরিমানা গুনতে হবে বলে জানিয়েছে আয়কর দফতর। (ছবিটি প্রতীকী)
3/6এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (ইপিএফও) গ্রাহকদের নমিনি যোগ: আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (ইপিএফও) গ্রাহকদের নমিনি যোগ করতে হবে। সেই কাজটা না করলে একাধিক সুবিধা থেকে বঞ্চিত হবেন গ্রাহকরা। (ছবিটি প্রতীকী)
4/6আধার কার্ড এবং এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড লিঙ্কিং: ৩১ ডিসেম্বরের মধ্যে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বরের (UAN) সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে। তবে শুধুমাত্র উত্তর-পূর্বের সাতটি রাজ্য এবং নির্দিষ্ট শ্রেণির জন্য কার্যকর হবে সেই সময়সীমা। সেপ্টেম্বরে দেশের বাকি অংশেই এই নিয়ম কার্যকর হয়ে গিয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/6লাইফ সার্টিফিকেট জমা: ৩১ ডিসেম্বরের মধ্যে পেনশনভোগীদের ‘জীবন প্রমাণপত্র’ বা ‘লাইফ সার্টিফিকেট’ জমা দিতে হবে। এমনিতে প্রতি বছর ৩০ নভেম্বরের মধ্যে সেই পেনশনভোগীদের সেই ‘জীবন প্রমাণপত্র’ জমা দিতে হয়। করোনাভাইরাস পরিস্থিতিতে গত বছরের মতো চলতি বছরও সেই মেয়াদ বাড়ানো হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট)
6/6ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট: আগামী ৩১ ডিসেম্বর ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্টগুলি কেওয়াইসি আপডেটের সময়সীমা শেষ হতে চলেছে। গত সেপ্টেম্বরে সেই মেয়াদ বাড়িয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড (সেবি)। ওই বর্ধিত সময়সীমার মধ্যে এই কাজ না করলে সংশ্লিষ্ট ডিম্যাট অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। (ছবিটি প্রতীকী