Goldman Sachs: ভাইস-প্রেসিডেন্ট স্তরের অনেক উর্ধ্বতন কর্মীদেরও কাউকে কাউকে ছাঁটাই করা হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, সংস্থার কর্মীরা জানিয়েছেন, অফিসে হঠাত্ই তাঁদের বৈঠকে ডাকা হয়। এরপর তাঁদের ছাঁটাই করা হয়েছে। এমনকি কাজের ডেস্কেও ফিরতে দেওয়া হয়নি।
1/5বিশ্বজুড়ে ৩,২০০ কর্মী ছাঁটাই। মন্দার আবহে খরচ কমানোর পথে হাঁটল গোল্ডম্যান স্যাক্স। বুধ ও বৃহস্পতিবার, মাত্র ২ দিনেই কয়েকশো কর্মী ছাঁটাই করা হয়েছিল। এর প্রভাব পড়েছে ভারতেও। ফাইল ছবি: এএফপি (REUTERS)
2/5এদেশে সংস্থায় কর্মরত ৭০০-৮০০ জনকে বরখাস্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। ২০০৮ সালের পর থেকে এটিই সংস্থার সবচেয়ে বড় সঙ্কট বলে মনে করা হচ্ছে। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)
3/5উচ্চ মুদ্রাস্ফীতির পরিস্থিতিতে সংস্থার খরচ কমাতেই এই কর্মী ছাঁটাই করা হয়েছে। শুধুমাত্র নিচু পদের কর্মীই নন। উচ্চপদস্থ কর্মীরাও ছাঁটাই হন। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)
4/5ভাইস-প্রেসিডেন্ট স্তরের অনেক উর্ধ্বতন কর্মীদেরও কাউকে কাউকে ছাঁটাই করা হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, সংস্থার কর্মীরা জানিয়েছেন, অফিসে হঠাত্ই তাঁদের বৈঠকে ডাকা হয়। এরপর তাঁদের ছাঁটাই করা হয়েছে। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)
5/5এমনকি কাজের ডেস্কেও ফিরতে দেওয়া হয়নি। সরাসরিই চিঠি ধরিয়ে অফিস থেকে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছিল। যাঁরা ওয়ার্ক ফ্রম হোম করছিলেন, তাঁদের জুম কলের মাধ্যমে বরখাস্ত করে দেওয়া হয়। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)