Brin's Wife linked to Elon Musk: মাস্কের সঙ্গে বউয়ের সম্পর্কের গুঞ্জন, ডিভোর্স করলেন গুগলের সহ প্রতিষ্ঠাতা সার্গেই ব্রিন
Updated: 18 Sep 2023, 02:11 PM ISTঘর ভাঙল গুগলের সহ প্রতিষ্ঠাতার! মাস্কের সঙ্গে স্ত্রীর সম্পর্কের গুঞ্জনের মাঝেই নিঃসাড়ে ডিভোর্স সার্গেই ব্রিনের
যদিও শানাহান ও মাস্ক দুজনেই তাঁদের সম্পর্কের মধ্যে থাকার কথা অস্বীকার করেছেন। এদিকে, জানা গিয়েছে, গত মে মাসের ২৬ তারিখেই এই ডিভোর্সে শিলমোহর পড়ে যায় আদালতের। গুগলের সহ প্রতিষ্ঠাতা ব্রিন জানুয়ারি মাসে আবেদন করেছিলেন এই ডিভোর্সের জন্য। ৫ বছরের বিয়ের মধ্যে ‘অপূরণীয় ফারাক’ তৈরি হয়েছে বলে তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন ডিভোর্সের জন্য।