বাংলা নিউজ > ছবিঘর > Home Loan EMI Tips: সুদের হার বৃদ্ধিতে ভয় পাবেন না, এই চার উপায়ে EMI-এর বোঝা কমবে আপনার

Home Loan EMI Tips: সুদের হার বৃদ্ধিতে ভয় পাবেন না, এই চার উপায়ে EMI-এর বোঝা কমবে আপনার

সেইসব ঋণ গ্রাহকদের ওপর রেপো রেট বৃদ্ধির প্রভাব পড়তে চলেছে যারা বাড়ি কেনার জন্য ব্যাঙ্ক থেকে গৃহঋণ নিয়েছেন। দেশের আর্থিক অবস্থা ফেরাতে বারংবার রেপো রেট সংশোধন করা হচ্ছে। এর জেরে সস্তা গৃহঋণের যুগ শেষ হয়ে গিয়েছে। আরবিআই গত সপ্তাহে সুদের হার ০.৫০ শতাংশ বাড়িয়েছে। এর আগেও দুই দফায় সুদের হার বাড়ানো হয়েছিল। এর জেরে রেপো রেট বেড়ে ৫.৪ শতাংশ হয়েছে। মে থেকে অগস্টের মধ্যে রেপো রেট ১.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।