বৃহস্পতিবার কোন রাশির জাতকদের কেমন কাটবে দিন, জানাচ্ছেন জ্যোতিষীরা।
1/12মেষ- ব্যবসায় বড়সড় লাভ হতে পারে। ব্যয় নিয়ন্ত্রণে রাখুন। অফিসে আপনার বিরুদ্ধে রাজনীতি হবে। যুবকরা কেরিয়ারের কারণে অবসাদে থাকবে। পুরনো বন্ধুদের সঙ্গে সময় কাটাবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
2/12বৃষ- ছাত্ররা নিজের কেরিয়ারের কারণে চিন্তিত থাকবেন। ভুল কাজে সঙ্গ দেওয়ায় ভয়ঙ্কর পরিণতি হতে পারে। পুরনো ভুলের কারণে মনে অনুতাপ থাকবে। সম্পর্কে তিক্ততা আসবে।
3/12মিথুন- আর্থিক লাভ হবে। ব্যবসায় নতুন চুক্তির কারণে মনে সংশয় থাকবে। রাজনীতির সঙ্গে জড়িত জাতকরা কঠিন পরিস্থিতির মুখে পড়বেন। কাজে সন্তুষ্ট থাকবেন না। যুবকদের লাভ হবে। যাত্রায় যেতে পারেন।
4/12কর্কট- পুরনো বিবাদ দূর হবে। সততার সঙ্গে দায়িত্ব পুরো করবেন। অফিসে অতিরিক্ত জবাবদারি থাকবে। বিকল্প ব্যবসায় লগ্নির পরিকল্পনা করতে পারেন। পরিবারের সদস্যদের প্রতি বিশ্বাস কমবে। লেনদেনে সাবধান থাকুন।
5/12সিংহ- কারও সঙ্গে ফোনে বিবাদ হতে পারে। বাবার স্বাস্থ্যের কারণে চিন্তিত থাকবেন। সকলের প্রত্যাশা পূরণ করতে পারবেন না। পেটে ব্যথা হতে পারে। কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। ঝুঁকি নেবেন না।
6/12কন্যা- আটকে থাকা কাজ পূর্ণ হবে। বেকার যুবকরা চাকরি লাভ করবেন। ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবেন। কেরিয়ার সংক্রান্ত সাফল্য লাভ করতে পারেন। কষ্ট মুক্ত হবেন।
7/12তুলা- কোনও কারণে রেগে যেতে পারেন। আর্থিক হিসেবনিকেশের কারণে বিভ্রান্তিতে পড়বেন। যাত্রায় যাবেন। জীবনসঙ্গীর সঙ্গে মাধুর্য থাকবে। পরামর্শ দেবেন না। বন্ধুদের সঙ্গ লাভ করবেন। অফিসে সহকর্মীদের সাহায্য করতে পারেন।
8/12বৃশ্চিক- ব্যবসায়ীদের জন্য লাভজনক দিন। প্রেমীরা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। সমস্ত কাজ সময়ের মধ্যে পূর্ণ হবে। পদোন্নতি হবে। ব্যয় নিয়ন্ত্রণ করতে পারবেন।
9/12ধনু- জীবনসঙ্গীর পরামর্শ নিন। ব্যবসায় বড়সড় লাভ হবে। আত্মীয়দের সঙ্গে দেখা হবে। কর্মক্ষেত্রে লাভের সম্ভাবনা রয়েছে। পরিজনদের সাহায্যে আপনার কাজ এগোবে।
10/12মকর- পারিবারিক কাজের চাপ থাকবে। মিডিয়ার সঙ্গে জড়িত জাতকরা চ্যালেঞ্জিং কাজের সুযোগ পাবেন। আবহাওয়ার কারণে অসুস্থ হতে পারেন। বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন। অফিসে কোনও কাজে বাধা সৃষ্টি হবে। সরকারি পরিকল্পনার লাভ হবে।
11/12কুম্ভ- সামাজিক কাজে অংশগ্রহণ করবেন। বিবাহ বহির্ভূত সম্পর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। অচেনা জাতকদের থেকে সাবধানে থাকুন। লেনদেনের সময় গাফিলতি করবেন না। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন।
12/12মীন- ব্যবসায় বড়সড় চুক্তি পেতে পারেন। আর্থিক দুশ্চিন্তা দূর হবে। দাম্পত্য জীবনের সমস্যা দূর হবে। বাচ্চাদের সাফল্যের জন্য উৎসাহিত করুন। সম্পত্তি বৃদ্ধি হবে।