HS Exam 2022: উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র বিভ্রাটেরে জেরে অভাবনীয় ঘটনা ঘটল বাগনান আদর্শ বালিকা বিদ্যালয়ে। প্রশ্নপত্র বিলিতে ভুল হওয়ার জেরে একই পরীক্ষা দু’বার দিতে হল পড়ুয়াদের।
1/5জানা গিয়েছে, বাগনান আদর্শ বালিকা বিদ্যালয়ে একাদশ শ্রেণির প্রশ্নপত্র বিলি করা হয়েছিল উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের। পরীক্ষা চলাকালীন সেই ভুল কারোর নজরেও পড়েনি। পরে ভুল নজরে পড়লে সবার মাথায় হাত পড়ে।(ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/5ঘটনায় আদর্শ বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষের ঘাড়ে দোষ চাপান পর্যবেক্ষক। বাগনান হাইস্কুলের প্রধান শিক্ষক তথা পরীক্ষার ইনচার্জ ভাস্কর আদক এই বিষয়ে সংবাদমাধ্যমকে বলেন, ‘প্রশ্নপত্র বিলিতে ভুল হয়। ভুল করে একাদশ শ্রেণির প্রশ্নপত্র দেওযা হয়েছিল পড়ুয়াদের। পরে অবশ্য ঠিক প্রশ্নপত্রে পরীক্ষা হয়েছে।’ (ছবিটি প্রতীকী)
3/5জানা গিয়েছে, ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েই পড়ুয়ারা বাড়ি চলে গিয়েছিল। পরে বিষয়টি নজরে আসতেই পড়ুয়াদের বাড়ি থেকে ডেকে পাঠিয়ে ফের পরীক্ষায় বসানো হয়। এরপর সঠিক প্রশ্নপত্রে পরীক্ষা দেয় পরীক্ষার্থীরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
4/5উচ্চ মাধ্যমিকের শারীর শিক্ষার পরীক্ষা ছিল এদিন। এই বিষয়ের লিখিত পরীক্ষা ছিল ৪০ নম্বরের। বাকি ৬০ মার্কস প্র্যাক্টিকালের জন্য বরাদ্দ থাকে এই বিষয়ে। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা ছিল। সেই মতো পরীক্ষাও হয়। তবে সেটা ছিল ভুল প্রশ্নপত্রে। এরপর ফের সঠিক প্রশ্নপত্রে পরীক্ষা হয় দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পারভিন কুমার/হিন্দুস্তান টাইমস)
5/5এদিকে পরীক্ষার্থীদের অভিযোগ, সাকেল প্রশ্নপ্তর হাতে পেয়ে তারা দেখে যে সিলেবাসের বাইরে প্রশ্ন। এরপর বিষয়টি তারা পরীক্ষককে জানায়। তবে পরীক্ষক নাকি তাদের কথায় কর্ণপাত করেননি। পরে পড়ুয়ারা খাতা জমা দিলে খাতা গোছানোর সময় স্কুল কর্তৃপক্ষ ভুল বুঝতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)