তিন ফর্ম্যাট মিলিয়ে ভারতের বিরুদ্ধে সর্বনিম্ন স্কোর, কোনও টুর্নামেন্টের ফাইনালে সবচেয়ে কম রানের লজ্জার নজির শ্রীলঙ্কার
Updated: 17 Sep 2023, 06:42 PM IST Tania Roy 17 Sep 2023 India vs Sri Lanka, Asia Cup 2023 Final, Sri Lankan Cricket Team, Indian Cricket Team, Asia Cup 2023, Bengali Sports News, ভারত বনাম শ্রীলঙ্কা, এশিয়া কাপ ২০২৩ ফাইনাল, শ্রীলঙ্কান ক্রিকেট টিম, ভারতীয় ক্রিকেট টিমএশিয়া কাপের ফাইনালের ম্যাচ হচ্ছে নাকি পাড়ার ক্রিকেট! ১৫.২ ওভারে মাত্র ৫০ রানে অলআউট হয়ে গেল শ্রীলঙ্কা। সেই সঙ্গে তারা গড়ল একাধিক লজ্জার নজির। সেই নজিরের তালিকা দেখে নিন এক নজর।
যে কোনও টুর্নামেন্টের ফাইনালে শ্রীলঙ্কার সর্বনিম্ন স্কোর এটাই। কোনও টুর্নামেন্টের ফাইনালে কখনও কোনও টিম এত কম স্কোর করেনি। শ্রীলঙ্কা এবারে এশিয়া কাপের ফাইনালে সেই লজ্জার নজিরই গড়ল। এশিয়া কাপের ফাইনালেও এটি সর্বনিম্ন স্কোরের নজির হয়ে থাকল।
পরবর্তী ফটো গ্যালারি