PM Modi at BRICS summit: ‘লাল ফিতের ফাঁস সরিয়ে লাল কার্পেট বিছিয়েছে ভারত’, হবে বিশ্বের ‘ইঞ্জিন’- মোদী
Updated: 22 Aug 2023, 11:44 PM ISTPM Modi at BRICS summit: আগামিদিনে বিশ্বের ‘গ্রোথ ইঞ্জিন’ হয়ে উঠবে ভারত। ব্রিকসের মঞ্চে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে ব্রিকস গোষ্ঠীতে আছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন এবং দক্ষিণ আফ্রিকা।
পরবর্তী ফটো গ্যালারি