LPG আমদানি আদানির বন্দর দিয়েই কেন? মহুয়ার অভিযোগের জবাব ইন্ডিয়ান অয়েলের!
Updated: 17 Feb 2023, 07:00 PM ISTবুধবার IOC তার অবস্থান স্পষ্ট করতে একাধিক টুইট করেছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন APSEZL(আদানির বন্দর)-এর সঙ্গে একটি নন-বাইন্ডিং MoU স্বাক্ষর করেছে। ইন্ডিয়ান অয়েল জানিয়েছে, LPG একটি অতি চাহিদাপূর্ণ দ্রব্য। সেই কারণে এটি আমদানির জন্য কোনওদিনই বন্দরের টেন্ডার করা হয় না।
পরবর্তী ফটো গ্যালারি