রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কেকেআরকে উৎসাহিত করতে দুবাইয়ের গ্যালারিতে হাজির ছিলেন শাহরুখ খান। এবার কেকেআরের বিরুদ্ধে ডিল্লি ক্যাপিটালসকে উদ্দীপ্ত করতে শারজা স্টেডিয়ামে হাজির পার্থ জিন্দাল। দুই টিম মালিক ও তাঁদের পরিবারের কিছু ছবির সঙ্গে রইল আইপিএলে দু'দলের কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
1/12আইপিএল ২০২০-র প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে পরাজিত হয় কলকাতা নাইট রাইডার্স।
2/12কেকেআর তাদের দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে পরাজিত করে।
3/12নিজেদের তৃতীয় ম্যাচ কলকাতা নাইট রাইডার্স হারিয়ে দেয় রাজস্থান রয়্যালসকে।
4/12রাজস্থানের বিরুদ্ধে দুবাইয়ের গ্যালারিতে উপস্থিত ছিলেন কেকেআর মালিক শাহরুখ খান।
5/12শাহরুখের সঙ্গে দুবাইয়ে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী গৌরি খান ও ছেলে আরিয়ন।
6/12দিল্লি ক্যাপিটালসের কাছে চতুর্থ ম্যাচে অবশ্য হার মানতে হয় নাইট রাইডার্সকে।
7/12৭ অক্টোবর কেকেআর তাদের পরের ম্যাচ খেলতে নামবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে।
8/12আপাতত ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে কলকাতা রয়েছে পয়েন্ট টেবিলের চার নম্বরে।
9/12দিল্লি ক্যাপিটালস আইপিএলে তাদের প্রথম ম্যাচে সুপার ওভারে পরাজিত করে কিংস ইলেভেন পঞ্জাবকে।
10/12দিল্লি তাদের দ্বিতীয় ম্যাচে পরাজিত করে চেন্নাই সুপার কিংসকে।
11/12তৃতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে পরাজিত হয় ক্যাপিটালস।
12/12কেকেআরের বিরুদ্ধে দিল্লিকে উদ্দীপ্ত করতে শারজার গ্যালারিতে হাজির ছিলেন টিম মালিক পার্থ জিন্দাল, অনুশ্রী জাসানি ও সজ্জন জিন্দাল।