আজ শুরু হল ১৫ তম আইপিএল। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবং চেন্নাই সুপার কিংস (সিএসকে)।
1/5বাড়ানো হয়েছে ডিআরএসের সংখ্যা: ২০১৮ সালের আইপিএলে প্রথমবার ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) চালু করা হয়। এবার থেকে প্রতিটি দল প্রতিটি ইনিংসে দুটি ডিআরএস পাবে। আগে সেই সংখ্যাটা এক ছিল। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
2/5ক্যাচ আউটের পর নয়া ব্যাটার স্ট্রাইক নেবেন: সম্প্রতি মেরিলিবোন ক্রিকেট ক্লাবের তরফে ক্রিকেটের নিয়ম পরিবর্তন করা হয়েছে। নয়া নিয়ম অনুযায়ী, কেউ ক্যাচ আউট হওয়ার পর নয়া ব্যাটার স্ট্রাইক নেবেন। ক্যাচ ধরার আগে সংশ্লিষ্ট ব্যাটার অন্য এন্ডে চলে গেলেও নয়া ব্যাটার স্ট্রাইক নেবেন বলে জানানো হয়েছে। শুধুমাত্র ওভারের শেষ বলে যদি কোনও ব্যাটার ক্যাচ আউট হন, তাহলে নয়া ব্যাটার অপর এন্ডে থাকবেন। (ছবি সৌজন্যে আইপিএল)
3/5করোনার কারণে যদি কোনও দল ১২ জন নামাতে না পারে? যদি করোনাভাইরাসের দাপটে কোনও দল যদি ১২ জন (প্রথম একাদশের ১১ জন এবং ১ জন পরিবর্ত) ক্রিকেটারকে নামাতে না পারে, তাহলে সেই ম্যাচ পরে আয়োজন করা হবে। যদি সেটা সম্ভবপর না হয়, তাহলে বিষয়টি কেকেআরের টেকনিকাল কমিটির কাছে পাঠানো হবে। সেই কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত হবে। (ফাইল ছবি, সৌজন্যে আইপিএল)
4/5যদি সুপার ওভারের মাধ্যমে ফাইনাল নির্ধারিত না হয়? যদি সুপার ওভার না হয়, তাহলে লিগ টেবিলে যে দল শীর্ষে শেষ করেছে, সেই দল চ্যাম্পিয়ন হবে। অর্থাৎ যদি শেষ ওভার না খেলা হয় বা একাধিক সুপার ওভারেও ম্যাচের ফয়সালা না হয়, তাহলে লিগ টেবিলে যে দল শীর্ষে শেষ করেছে তাদের হাতে ট্রফি উঠবে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
5/5প্রতিটি দলের বিরুদ্ধে দুটি ম্যাচ নয়: নিয়ম অনুযায়ী, যে দল যে গ্রুপে আছে, সেই গ্রুপের বাকি চারটি দলের বিরুদ্ধে দুটি করে ম্যাচ (একটি হোম এবং একটি অ্যাওয়ে) খেলবে। অপর যে দলের সঙ্গে দুটি ম্যাচ খেলবে, তাও নির্ধারিত হবে গ্রুপ বিন্যাসের মাধ্যমে। কোনও গ্রুপে যে দল যে স্থানে আছে, অপর গ্রুপে সেই স্থানে যে দল আছে, তার বিরুদ্ধে দুটি ম্যাচ খেলবে। সেই হিসেবেই চেন্নাই সুপার কিংসের পরিবর্তে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুটি ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স। (ছবি সৌজন্যে পিটিআই)