IRFC Disinvestment: রেল ফিন্যান্স কর্পোরেশনের অংশীদারিত্ব বিক্রি করার পরিকল্পনা সরকারের, দাবি রিপোর্টে
Updated: 17 Aug 2023, 09:14 AM ISTমোদী জমানায় ধাপে ধাপে সরকারি সম্পত্তির বিলগ্নীকরণ প্রক্রিয়া চলছে। সেই করে সরকার কোষাগার ভরছে। এই আবহে এবার এই অর্থবর্ষের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছুঁতে ভারতীয় রেলওয়ে ফিন্যান্স কর্পোরেশনে নিজেদের অংশীদারিত্ব বিক্রি করতে পারে সরকার। এমনই দাবি করা হয়েছে সংবাদসংস্থা রয়টার্সের এক রিপোর্টে।
পরবর্তী ফটো গ্যালারি