উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরে অনেকেই উত্তরপত্রে স্ক্রুটিনি বা রিভিউ করতে চান। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে আবার সাধারণ স্ক্রুটিনি এবং রিভিউ প্রক্রিয়ার পাশাপাশি ‘তৎকাল স্ক্রুটিনি’ এবং ‘তৎকাল রিভিউ’ প্রক্রিয়া শুরু করা হয়েছে। সাধারণ স্ক্রুটিনি এবং রিভিউ প্রক্রিয়ার ক্ষেত্রে সংশোধিত রেজাল্ট আসতে যতদিন সময় লাগবে, তার থেকে অনেক কম সময়েই ‘তৎকাল স্ক্রুটিনি’ এবং ‘তৎকাল রিভিউ’-র রেজাল্ট পাবেন পড়ুয়ারা। তবে সেজন্য বেশি টাকাও খরচ করতে হবে। কীভাবে সেটা করা যাবে, কত টাকা লাগবে, কতদিন আবেদন করা যাবে, সেই সংক্রান্ত তথ্য জানার আগে কীভাবে অনলাইনে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে হবে, সেটা দেখে নিন।
উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখুন ঠিক নীচেই
দুপুর ৩ টে থেকে অনলাইনে উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখা যাবে। আর ঘড়ির কাঁটা ঠিক দুপুর ৩ টে ছুুঁলেই ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-য় (bangla.hindustantimes.com) উচ্চমাধ্যমিকের রেজাল্ট ‘লাইভ’ হয়ে যাবে। অর্থাৎ রোল নম্বর এবং কোড দিয়ে রেজাল্ট দেখতে পারবেন সকলে। দুপুর ৩ টে বাজলেই নীচের জায়গায় রোল নম্বর এবং কোড দিন। তাহলেই স্ক্রিনে চলে আসবে উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট।
‘তৎকাল স্ক্রুটিনি’ এবং ‘তৎকাল রিভিউ’-র ইতিবৃত্ত
১) আগামী ১০ মে দুপুর ২ টো থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। শেষ হবে আগামী ১৩ মে মধ্যরাতে।
২) ‘তৎকাল স্ক্রুটিনি’-র জন্য ৬০০ টাকা লাগবে। প্রতিটি বিষয়ের ক্ষেত্রে সেই টাকা দিতে হবে। আর ‘তৎকাল রিভিউ’-র ক্ষেত্রে প্রতিটি বিষয়ের জন্য লাগবে ৮০০ টাকা।
৩) সব বিষয়ে ‘তৎকাল স্ক্রুটিনি’-র জন্য আবেদন করা যাবে। সর্বোচ্চ দুটি বিষয়ের ক্ষেত্রে ‘তৎকাল রিভিউ’ করতে পারবেন পড়ুয়ারা।
৪) অনলাইন আবেদন জমা পড়ার সাতদিনের মধ্যে ‘তৎকাল স্ক্রুটিনি’ এবং ‘তৎকাল রিভিউ’-র ফলাফল প্রকাশ করা হবে।
স্ক্রুটিনি এবং রিভিউয়ের ইতিবৃত্ত
১) ১০ মে দুপুর ২ টো থেকে স্ক্রুটিনি এবং রিভিউয়ের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে। আগামী ২৫ মে মধ্যরাত পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে।
২) প্রতিটি বিষয়ের স্ক্রুটিনির জন্য ১৫০ টাকা লাগবে। প্রতিটি বিষয়ের রিভিউয়ের জন্য লাগবে ২০০ টাকা।
৩) প্রতিটি বিষয়ের উত্তরপত্রের জন্য স্ক্রুটিনির আবেদন করতে পারবেন পড়ুয়ারা। রিভিউয়ের ক্ষেত্রে দুটি বিষয়ের সর্বোচ্চসীমা বেঁধে দেওয়া হয়েছে।
৪) ২৫ মে আবেদন প্রক্রিয়া শেষ হবে। তার এক মাসের মধ্যে স্ক্রুটিনি এবং রিভিউয়ের ফলাফল প্রকাশ করবে সংসদ।
কীভাবে রিভিউ এবং স্ক্রুটিনির জন্য আবেদন করতে হবে?
১) উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট wbchse.wb.gov.in-তে আসতে হবে।
২) 'Students Login'-তে ক্লিক করতে হবে।
৩) নতুন একটি পেজ খুলে যাবে। সেখানে 'Student Dashboard' লেখা আছে। পাশেই 'Sign Up' অপশন রয়েছে। তাতে ক্লিক করতে হবে।
৪) ফের একটি নতুন পেজ খুলে যাবে। উপরেই লেখা আছে 'New User Sign Up'। তার নীচেই কয়েকটি তথ্য চাওয়া হয়েছে। সেগুলি পূরণ করতে হবে। ইনস্টিটিউশন কোড (মার্কশিটের উপরের দিকে থাকবে), নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি, আধার কার্ড, জন্মতারিখ, উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশনের বছর, রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিতে হবে পড়ুয়াদের। 'I Agree The Information Given Above Are True To Best Of My Knowledge' চেকবক্সে টিক দিয়ে 'Create Account' করতে হবে। ফোনে ওটিপি যাবে।
৫) রেজিস্ট্রেশনের পরে 'PPS/PPR' ট্যাবে যেতে হবে।
৬) নিজের রোল নম্বর এবং মার্কশিট নম্বর (মার্কশিটের কোণের দিকে দেওয়া আছে) দিতে হবে। 'Validate Roll No & Marksheet No'-তে ক্লিক করতে হবে পড়ুয়াদের।
৭) তারপর কোন বিষয়ের রিভিউ বা স্ক্রুটিনি করতে চান, সেটা সিলেক্ট করতে হবে। 'Preview' বাটনে ক্লিক করে দেখে নিন যে সব ঠিক আছে কিনা। সব ঠিকঠাক থাকলে 'I Accept' চেকবক্সে ক্লিক করুন। তারপর 'Submit' বাটনে ক্লিক করতে হবে।
৮) সবশেষে টাকা দিতে হবে। অনলাইনে টাকা জমা দিতে পারবেন।