ISL 2023-24 Playoff Scenarios: আজই মুম্বই, ওড়িশা নিশ্চিত করতে পারে প্লে-অফ,কোন অঙ্কে?মোহনবাগানকে অবশ্য অপেক্ষা করতে হবে
Updated: 02 Mar 2024, 03:29 PM ISTআইএসএলের প্লে-অফে ওঠার হাড্ডাহাড্ডি লড়াই চলছে দলগুলির মধ্যে। এই মুহূর্তে লিগ টেবলের প্রথম তিনটি স্থানে রয়েছে ওড়িশা এফসি (১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট), মোহনবাগান এসজি (১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট) এবং মুম্বই সিটি এফসি (১৬ ম্যাচে ৩২ পয়েন্ট)। এর মধ্যে শনিবার, ২ মার্চ মুম্বই এবং ওড়িশা প্লে-অফ নিশ্চিত করে ফেলতে পারে।
পরবর্তী ফটো গ্যালারি