বাংলা নিউজ >
ছবিঘর > কিং মেকার হতে চলেছেন নির্দল প্রার্থীরা, ইঙ্গিত বুথফেরত সমীক্ষায়
কিং মেকার হতে চলেছেন নির্দল প্রার্থীরা, ইঙ্গিত বুথফেরত সমীক্ষায়
Updated: 20 Dec 2019, 07:24 PM IST
HT Bangla Correspondent
ত্রিশঙ্কু বিধানসভার পূর্বাভাস আইএএনএস-সিভোটার-এবিপির বুথফেরত সমীক্ষায়।
1/4আইএএনএস-সি ভোটার-এবিপির বুথফেরত সমীক্ষায় সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনও দল। (ছবি সৌজন্য এএনআই)2/4সমীক্ষা অনুযায়ী, বিজেপির দখলে থাকতে পারে ২৮-৩৬টি আসন। (ছবি সৌজন্য এএনআই)3/4কংগ্রেস জোটের দখলে থাকতে পারে ৩১-৩৯টি আসন। (ছবি সৌজন্য পিটিআই)4/4এক থেকে চারটি আসন জিততে পারে জেভিএম (পি)। ১১টি আসন যেতে পারে নির্দল প্রার্থীদের দখল। (ছবি সৌজন্য পিটিআই)অন্য গ্যালারিগুলি