স্বামী সইফ এবং দুই ছেলে তৈমুর এবং জেহকে নিয়ে লন্ডনে রয়েছেন বেবো। সেখান থেকেই আশেপাশের বিচ থেকে রেস্তোরাঁ, পার্কে ঘুরে বেড়াচ্ছেন তাঁরা। এবার সইফ-করিনার ইংলিশ চ্যানেল বেড়াতে যাওয়ার ছবি ভেসে উঠল নেটমাধ্যমের পাতায়-
1/5ছুটি কাটাতে আপাতত লন্ডনে করিনা কাপুর খান। স্বামী সইফ আলি খানের সঙ্গে রবিবার সকাল সকাল ইংলিশ চ্যানেলে বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখানে থেকেই খুনসুটি ভরা ছবি শেয়ার করেছেন বেবো। (ছবি ইনস্টাগ্রাম)
2/5ইংলিশ চ্যানেল সমুদ্র সৈকতের ধারে দাঁড়িয়ে স্বামীর সঙ্গে একাধিক সেলফি তুলেছেন বেবো। স্ত্রী করিনার গালে আদুরে চুমু খেয়ে, সেলফিতে খুনসুটি ভরা মেজাজেও দেখা মিলেছে সইফের। দম্পতির পরনে শীত পোশাক।
3/5নেটমাধ্যমে ছবি শেয়ার করে করিনা লিখেছেন, ‘সমুদ্র সৈকতে জ্যাকেট আর চুমু.. দ্য ইংলিশ চ্যানেল।’ পতৌদি দম্পতি এই ছবি শেয়ার করতেই নেটমাধ্যমে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।
4/5লন্ডনে যে বেশ দুর্দান্ত সময় কাটছে বেবোর, অভিনেত্রীর শেয়ার করা ছবিই সেই কথা বলছে। ছবিতে একেবারে নো মেকআপ লুকে ধরা দিয়েছেন নায়িকা।
5/5চারজনের পরিবার ছাড়াও করিনার দিদি তথা অভিনেত্রী করিশ্মা কাপুরও আপাতত লন্ডনে রয়েছেন। সেখান থেকে দুই বোনের ছবি একসঙ্গে ভেসে উঠেছে লোলোর ইনস্টাগ্রামের স্টোরিতে। তুতো বোন ঋদ্ধিমা কাপুর সাহানি এবং পিসি রিমা জৈনের সঙ্গেও লন্ডনে গিয়ে দেখা করেছেন বেবো।